ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভির নাটক ‘আজ রবিবার’ ভারতের স্টার প্লাসে

প্রকাশিত: ০৩:৫৭, ২ অক্টোবর ২০১৬

বিটিভির নাটক ‘আজ রবিবার’ ভারতের স্টার প্লাসে

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের রচনায় মনির হোসেন জীবন পরিচালিত প্রথম নাটক ছিল ধারাবাহিক ‘আজ রবিবার’। নাটকটি ১৯৮৬ সালে বিটিভিতে প্রচারের পর ব্যাপক জনপ্রিয় হয়। নাটকটি দর্শকের কাছে প্রশংসিত হয়। নাটকের বিভিন্ন সংলাপ সেই সময়ে দর্শকদের মুখে মুখে ছিল। এই নাটকটি শনিবার থেকে ভারতের বিখ্যাত চ্যানেল স্টার প্লাস প্রচার শুরু হয়েছে। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের নেটওয়ার্কের মাধ্যমে ভারতসহ প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ‘টুডে ইজ সানডে’ নামে একযোগে প্রচার হচ্ছে। সপ্তাহে প্রতি শনি ও রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এ প্রসঙ্গে পরিচালক মনির হোসেন জীবন বলেন, এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরবের খবর। বাংলাদেশের সংস্কৃতির জন্য এটা অত্যন্ত সুখবর। এর মাধ্যমে ভারতসহ বিশ্বের কোটি কোটি দর্শক বাংলাদেশের নাটকের বিষয়ে জানতে পারবেন। এ ধরনের সুযোগ তৈরির জন্য তিনি চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মনির হোসেন জীবন বলেন, আমরা আশা করি নাটকটি দর্শকরা আবার দেখবেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবুল খায়ের, আলী যাকের, আসাদুজ্জামান নুর, আবুল হায়াত, সারা যাকের, সুবর্না মুস্তাফা, জাহিদ হাসান, ফারুক আহমেদ, শিলা আহমেদ, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।
×