ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার সাইবার হামলার জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা

প্রকাশিত: ০৩:৫৫, ২ অক্টোবর ২০১৬

এবার সাইবার হামলার জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সফল সার্জিক্যাল হামলার পর এবার সাইবার হামলার জন্য প্রস্তুত ভারতের হ্যাকাররা। ‘ন্যাশনাল সাইবার সেফটি এ্যান্ড সিকিউরিটি (এনএসএসএস)’ বিভাগের এ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস অমর প্রসাদ রেড্ডি এ কথা বলেছেন। খবর ওয়ান ইন্ডিয়ার। এনএসএসএস জানিয়েছে, যে কোন মুহূর্তে তথ্যের প্রয়োজনে পাকিস্তান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় হ্যাকাররা। ‘গবডটপিকে’ নামে পাকিস্তান সরকারের ওয়েবসাইটটি পাঠানকোট হামলার পর থেকেই হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছিল। এখনও পর্যন্ত বেশকিছু কোড ভারতীয় হ্যাকাররা জানতে পেরেছেন, যেগুলো ব্যবহার করে পাকিস্তানী ওয়েবসাইটের ভেতর ঢুকে তথ্য সংগ্রহ করা যেতে পরে। অমর প্রসাদ রেড্ডি জানান, ভারত সরকার সবুজ সঙ্কেত দিলেই তারা এ কাজ করে ফেলতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে তাই এখন আর নির্ভরশীল হতে হবে না। যদিও ভারত সরকার এ ধরনের কোন পদক্ষেপ আদৌ গ্রহণ করবে কি-না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ভারত সরকারের ওয়েবসাইটটি সুরক্ষিত কিনা- এ প্রশ্নের উত্তরে রেড্ডি জানান, ‘গবডটইন’ ওয়েবসাটটি সম্পূর্ণ সুরক্ষিত। এ ওয়েবসাইটি কোন হ্যাকারের পক্ষে হ্যাক করা সম্ভব নয়। চীনে অর্থ নিয়ে বিরোধের জেরে বাবা-মাসহ ১৯ জনকে হত্যা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে এক তরুণ বাবা-মাকে হত্যার পর তা ঢাকতে ১৭ প্রতিবেশীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। অর্থ নিয়ে বিরোধ থেকে বাবা-মাকে হত্যা করেন ২০-এর কোটায় থাকা ইয়াং কিংপেই। এরপর তিনি বাড়ির আশপাশের ছয়টি পরিবারের যে ১৭ জনকে হত্যা করেন তাদের মধ্যে সবার ছোটজনের বয়স তিন বছর, আর সবচেয়ে বেশি ৭২ বছরের বৃদ্ধ। ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে বৃহস্পতিবার ওই তরুণকে গ্রেফতার করা হয়। তার আগের দিন তিনি প্রত্যন্ত ওই গ্রামে গিয়েছিলেন। প্রতিবেশীদের কীভাবে হত্যা করা হলো সে বিষয়ে কিছু জানায়নি সিনহুয়া। -বিবিসি গ্রাহকসেবায় এগিয়ে রোবট... গ্রাহকসেবায় মানুষের চেয়ে রোবট বেশি কার্যকর- সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ কথা জানা গেছে। জরিপ অনুযায়ী অন্তত ২৭ শতাংশ ব্রিটিশ গ্রাহক বিশ্বাস করেন, কিছু ক্ষেত্রে রোবট মানুষের তুলনায় বেশি কার্যকর। ১৮ বছর বা তার উর্ধে বয়স এমন দু’হাজার লোকের ওপর জরিপ করে ওপেনটেক্সট। ৬৫ বছরের বেশি বয়স এমন পাঁচজনের একজন ব্যক্তি জানান, কোন দোকানে কেনাকাটা করতে গেলে রোবট মানুষের চেয়ে ভাল গ্রাহকসেবা দেয়। -মিরর টাইফুন টারবাইন! বিশ্বে সর্বপ্রথম টাইফুন টারবাইনের উদ্ভাবন করলেন জাপানের আতুশু শিমিজু। এ টারবাইন খুবই টেকসই। ‘এগবিটার’ আকৃতির এ ডিভাইস টাইফুনের জোরালো শক্তিকে আটকে ব্যবহারযোগ্য শক্তিকে রূপান্তরিত করে। শিমিজু’র হিসাব অনুযায়ী, এ টারবাইন একটি টাইফুন থেকে ৫০ বছরের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারে। টাইফুন টারবাইন প্রচলিত টারবাইন থেকে আলাদা। -সিএনএন
×