ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যালিসিয়াকে এবার টুইটারে আক্রমণ ট্রাম্পের

প্রকাশিত: ০৩:৫৩, ২ অক্টোবর ২০১৬

এ্যালিসিয়াকে এবার টুইটারে আক্রমণ ট্রাম্পের

সাবেক মিস ইউনিভার্স এ্যালিসিয়া মাচাদোকে টুইটারে ‘আপত্তিকর ভাষা’য় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে ট্রাম্প শুক্রবার এ্যালিসিয়ার অতীত ইতিহাস ও ‘সেক্স টেপ’ খতিয়ে দেখতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান। খবর বিবিসির। ১৯৯৬ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন ভেনিজুয়েলায় জন্ম নেয়া এ্যালিসিয়া। লাতিন এ সুন্দরীকে মার্কিন নাগরিকত্ব নিতে হিলারি ‘সহযোগিতা’ করেছেন বলেও ট্রাম্প অভিযোগ করেছেন। ট্রাম্প টুইটারে বলেছেন, মাথা খারাপ হিলারি কি বিরক্তিকর এ্যালিসিয়া মাচাদোকে আমেরিকার নাগরিকত্ব দিয়েছিলেন, যেন তাকে বিতর্কে ব্যবহার করা যায়? তার সেক্স টেপ ও অতীত খতিয়ে দেখুন। প্রতিক্রিয়ায় একে ‘বিকৃত মস্তিষ্কের বক্তব্য’ বলে আখ্যা দিয়েছেন হিলারি। ট্রাম্পের টুইটকে পুরুষবাদী অভিহিত করে এ্যালিসিয়া বলেছেন, নারী সম্পর্কে তার ধারণা ‘বিরক্তিকর’। মার্কিন ড্রোন হামলায় ১৫ বেসামরিক আফগান নিহত ॥ জাতিসংঘ আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশের আচিন এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৫ বেসামরিক লোক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে। ঘটনার স্বাধীন তদন্তেরও দাবি জানায় সংস্থাটি। খবর ডন অনলাইনের। মার্কিন কর্মকর্তারা জানান, বিমান হামলাটি ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে বুধবার সকালে চালানো হয়েছে। সরকারী কর্মকর্তারা বিমান হামলায় জঙ্গী নিহত হবার কথা দাবি করলেও আফগানিস্তানে ইউএন এ্যাসিসটেন্স মিশন (ইউএন এএমএ) জানায়, হামলার শিকাররা বেসামরিক নাগরিক। যাদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও সরকারপন্থীদের পরিবারের সদস্য রয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, ইউএনএএমএ বিবদমান সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার কথা পুনর্ব্যক্ত করে। সরকার ও আন্তর্জাতিক সামরিক বাহিনীকে ঘটনার অবিলম্বে, স্বাধীন, নিরপেক্ষ, সচ্ছ ও পূর্ণ তদন্ত করারও আহ্বান জানায়।
×