ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিতর্ক পরবর্তী জরিপের ফল

ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে হিলারি

প্রকাশিত: ০৩:৫৩, ২ অক্টোবর ২০১৬

ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্ট এগিয়ে গেছেন। শুক্রবার প্রকাশিত রয়টার্স ও ইপসসের সর্বশেষ জনমত জরিপে এ তথ্য জানা গেছে। একই দিনে প্রকাশিত ফক্স নিউজের জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। খবর এএফপি ও ইয়াহু নিউজের। ৮ নবে¤¦রের ভোটের আগে সোমবার রাতের প্রথম টেলিভিশন বিতর্কের পর জরিপের ফলে সামান্য পরিবর্তন দেখা গেছে। দুই প্রার্থীর মধ্যে আরও দুটি বিতর্ক অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত চালানো রয়টার্স ও ইপসসের জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ ক্লিনটনকে সমর্থন করেছেন। আর ৩৮ শতাংশ ট্রাম্পের পক্ষে রয়েছেন। ১৯ শতাংশ বলেছেন, তারা দুই প্রার্থীর কারও পক্ষেই থাকবেন না। গত চার সপ্তাহের প্রত্যেক সপ্তাহে হিলারির প্রতি সমর্থন ট্রাম্পের চেয়ে ৪ থেকে ৫ শতাংশ পয়েন্ট বেশি ছিল। পৃথক আরেক জরিপে বিকল্প দলের প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। তাতে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪২ শতাংশ হিলারিকে, ৩৮ শতাংশ ট্রাম্পকে, সাত শতাংশ লিবারটারিয়ান প্রার্থী গ্যারি জনসনকে এবং তিন শতাংশ গ্রীন পার্টির জিল স্টেইনকে সমর্থন করেছেন। এদিকে, ফক্স নিউজের জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক পার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ৪৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থীর প্রতি ৪০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। দুই সপ্তাহ আগে চালানো একই ধরনের জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র এক শতাংশ পয়েন্ট এগিয়ে ছিলেন। সে হিসাবে সর্বশেষ জরিপে হিলারির বেশ ভাল অগ্রগতি হয়েছে। এর একটি কারণ সোমবার রাতের বিতর্ক। এই বিতর্কের পর নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান ভোটারদের একটি অংশ তার দিকে ঝুঁকেছে। টিভি বিতর্কের পর ইলেক্টোরাল ভোট সমৃদ্ধ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হিলারির অবস্থান আবার মজবুত হয়েছে। অন্যদিকে, বিতর্কের পর মিশিগান অঙ্গরাজ্যে ডেট্রয়েট নিউজের করা এক জরিপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চেয়ে সাত শতাংশ পয়েন্ট এগিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সোমবারের বিতর্ক ছিল সর্বাধিক দর্শকের দেখা প্রেসিডেন্ট বিতর্ক। ৯০ মিনিটের এই বিতর্ক দেখতে সেদিন আট কোটি ৪০ লাখ দর্শক টিভি পর্দার সামনে হুমড়ি খেয়ে পড়েন। বাগ্্যুদ্ধের সময় ডেমোক্র্যাটিক প্রার্থী বিচার ব্যবস্থা, কর, পররাষ্ট্র নীতি ও সন্ত্রাস ইস্যুতে তার প্রতিপক্ষকে বারবার খোঁচা মারেন এবং ঘায়েল করেন। কিন্তু এরপরও অনেক ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা কার পক্ষে যাবেন। ফক্স নিউজের জরিপে দেখা গেছে, হিলারির বিষয়ে ৫৩ শতাংশ ভোটার অসন্তোষজনক মতামত ব্যক্ত করেছেন এবং ৫৫ শতাংশ ভোটার ট্রাম্পকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন।
×