ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকি বদলার আশঙ্কায় ভারত

প্রকাশিত: ০৩:৫২, ২ অক্টোবর ২০১৬

পাকি বদলার আশঙ্কায় ভারত

পাকিস্তানের প্রতিরোধমূলক হামলার আশঙ্কায় ভারত সরকার দিল্লী ও অন্য পাঁচ রাজ্যে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামরিক স্থাপনা, জনাকীর্ণ স্থান ও বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এক সতর্ক বার্তায় দিল্লী, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাটকে সম্ভাব্য হামলার লক্ষ্যস্থান বলে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই দিল্লীতে আঘাত হানতে ভারি অস্ত্রসজ্জিত এক সন্ত্রাসী চক্রকে নির্দেশ দিতে পারে বলে কয়েকটি সূত্রে জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত বিশেষত বড় বড় শহরে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী দলগুলোর হামলার আশঙ্কা করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় দেশের সামরিক স্থাপনা, শিল্প কমপ্লেক্স, জনাজীর্ণ স্থান, বিমানবন্দর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও সরকারী ভবনগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে শুক্রবার সতর্কবার্তা জারি করেছে। বিশ্বাসযোগ্য তথ্য উদ্ধৃত করে গোয়েন্দা সূত্রে বলা হয়, পাকিস্তানের আইএসআই রাজধানী নয়াদিল্লীতে হামলা চালাতে খুবই বদ্ধপরিকর ও ভারি অস্ত্রসজ্জিত এক সন্ত্রাসী চক্রকে নির্দেশ দেবে বলে জোর সম্ভাবনা রয়েছে। কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করা সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে এক অভিযান শুরু করা হয়েছে। এখন তাদেরকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরস্থ সন্ত্রাসী আস্তানাগুলোর ওপর ভারতীয় হামলার ত্বরিত প্রতিরোধ নিতে নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন সূত্রে বলা হয়, ভারতের সার্জিকল্যার স্টাইকের বদলা নিতে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দাদের এক হওয়ার সম্ভাবনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে পর্যালোচনা করা হয়। গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এতে যোগ দেন। বৈঠকে দেশে লুকিয়ে থাকা বা স্থলসীমান্ত বা সমুদ্রপথে ঢুকতে পারে এমন ফিদায়েনদের আকস্মিক হামলার গুরুতর হুমকি সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী দলগুলো আগামী দিনগুলোতে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার চেষ্টা চালাতে পারে। সতর্ক বার্তায় অক্টোবর মাস উৎসববহুল হওয়ার বিষয়টি গুরুত্বের উল্লেখ করে জনাজীর্ণ স্থান ও পূজাম-পে কড়া পুলিশী পাহারার বন্দোবস্ত করতে বলা হয়। এছাড়া সিআইএসএফকে বিমানবন্দর এবং তাজমহল ও লালকেল্লার মতো স্মৃতিসৌধগুলোতে নিরাপত্তা জোরদার করার দায়িত্ব দেয়া হয়। জাতীয় রাজধানীর সরকারী ভবনগুলোতে লোকজনের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়। মধ্যস্থতার প্রস্তাব বান কি মুনের ॥ জাতিসংঘ মহাসচিব বান কি মুন পরমাণু অস্ত্রসজ্জিত প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধ মীমাংসায় সহায়তা করতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। তিনি এ অঞ্চলে উত্তেজনা কমানোর লক্ষ্যে অবিলম্বে পদক্ষেপ নিতে দুদেশের প্রতি আহ্বানও জানিয়েছেন। বানের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাওয়ায়, বিশেষত ১৮ সেপ্টেম্বর উরিস্থ এক ভারতীয় সেনাঘাঁটিতে এক হামলার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘিত হওয়ার খবরে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ প্রধান সর্বোচ্চ সংযম দেখাতে এবং উত্তেজনা প্রশমনে অবিলম্বে পদক্ষেপ নিতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানান। এদিকে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র চীন নিয়ন্ত্রণরেখা পার হয়ে সন্ত্রাসী আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর সংযম দেখাতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংশিউং বলেন, আমরা সংযম দেখাতে এবং উত্তেজনা বাড়াবে এমন কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই। রাশিয়া পাকিস্তানের ভিতর সন্ত্রাসী দলগুলোর তৎপরতা বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে ইসলামবাদের প্রতি আহ্বান জানায়। মস্কো উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের প্রতিও অনুরোধ জানায়।
×