ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে নৌকা বাইচ

প্রকাশিত: ০২:১১, ১ অক্টোবর ২০১৬

নরসিংদীতে নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতা,নরসিংদী ॥ নরসিংদী শহর সংলগ্ন মেঘনা নদীতে শনিবার দুপুরে ওয়াশ আউট লিঃ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরেবাংলা ক্লাব নরসিংদী কর্তৃক প্রতিবছরের ন্যায় এবারও এ নৌকা বাইচের আয়োজন করে। গ্রামীন জনপথের অন্যতম ধারক নৌকা বাইচের সদৃশ্য অবলোকন করতে নরসিংদী ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে দলে দলে লাখো মানুষ ভীড় জমায় নরসিংদী শহর রক্ষা বাধেঁ। আবার চর এলাকা সহ বিভিন্ন স্থান থেকে আগত মানুষ নৌকা নিয়ে মেঘনায় আনন্দে মেতে উঠে। উপভোগ করে নৌকা বাইচ প্রতিযোগিতা। শেরে বাংলা ক্লাব নরসিংদীর সাধারন সম্পাদক নুরে আলম নান্নু জানান, নরসিংদী নারায়নগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলা থেকে বর্ণিল সাজে আগত ৩৬ টি নৌকা এ প্রতিযোগিতায় ৫ ইভেন্টে অংশ নেয়। রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলভাটা থেকে নরসিংদী পৌর এলাকার ইউএমসি জুটমিল ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের উমানউল্লাহর নৌকা চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের হাফিজ ফারুকের নৌকা। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় নরসিংদী পৌর মেয়র কামরুল জামান কামরুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও ক্লাবের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন ক্লাবের সভাপতি কায়কোবাদ হোসেন।
×