ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সিপিবি’র দ্বাদশ সম্মেলনের উদ্বোধণ

প্রকাশিত: ০০:২৭, ১ অক্টোবর ২০১৬

বরিশালে সিপিবি’র দ্বাদশ সম্মেলনের উদ্বোধণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাত-কাপড়-জমি-কাজ ও সমাজতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ে আওয়ামীলীগ এবং বিএনপি জোটের বাহিরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলনের উদ্বোধণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধণ করেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আজাহারুল ইসলাম আরজু। উদ্বোধনী বক্তব্যে আরজু মেহনতি আন্দোলনে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লড়াই সংগ্রামের মধ্যদিয়ে সাম্রাজ্যবাদে সকল অপশক্তি দূর করতে হবে। এর থেকে মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই বাম গণতান্ত্রিক ধারা বেগবান করার জন্য এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান করেন। উদ্বোধণী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যা লী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের কাউন্সিল অধিবেশনস্থলে পৌঁছে। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে বেলা ১১টায় কাউন্সিলে জেলা এবং উপজেলা কমিটির নেতারা অংশগ্রহণ করেন।
×