ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ঠেকানো গেলনা ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর বিয়ে

প্রকাশিত: ০০:২৭, ১ অক্টোবর ২০১৬

বরিশালে ঠেকানো গেলনা ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর বিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় কন্যা শিশু দিবসে ঠেকানো গেলনা বাল্যবিবাহ মুক্ত বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে। ২৫ বছরের এক যুবকের সাথে শুক্রবার রাতে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর, লিগ্যাল এইডের কর্মকর্তা এমনকি থানার ওসি পর্যন্ত পূর্ব থেকে বাল্যবিয়ের কথা জানলেও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থাই গ্রহণ করেননি। সূত্রমতে, সপ্তাহের শুক্র ও শনিবার হওয়ায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলের বাইরে থাকায় এ বিয়ে বন্ধ করা সম্ভব হয়নি। ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে যেদিন সারাদেশে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন হয়েছে ঠিক সেইদিনই পশ্চিম বাগধা গ্রামের শাহ আলম সরদারের ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া বাগধা মহিলা মাদ্রাসার ছাত্রী সাদিয়া খানমের সাথে উত্তর বাগধা গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র ব্যবসায়ী জুয়েল মিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উভয় পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, তার ওই বিয়েতে দাওয়াত ছিল। বাল্যবিয়ের কারনে তিনি সেখানে যাননি। তিনি বিয়ে বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, আমি ঢাকায় থাকায় বিয়ের কথা আগে থেকে জেনেই স্থানীয় গ্রামপুলিশ আব্দুল হক ও মেম্বর মিন্টু মিয়াকে বিয়ে বন্ধ করতে বলেছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ছুটির দিন থাকায় তিনি নিজ গ্রামে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমন রয়েছেন প্রশিক্ষণে। অতিরিক্ত দায়িত্বে থাকা এসিল্যান্ড শতরূপা তালুকদারও কর্মস্থলে নেই। এ ব্যাপারে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, যখন আমি খবর পেয়েছি তখন বিয়ে হয়ে গেছে। তিনি আরও বলেন, এছাড়াও আমার মোবাইল কোর্ট দেয়ার এখতিয়ার না থাকায় আমি কোন ব্যবস্থা নিতে পারিনি। উল্লেখ্য জেলা প্রশাসক বরিশাল জেলাকে এবং উপজেলা প্রশাসন আগৈলঝাড়াকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করলেও জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদাসীনতার কারনে বাল্যবিয়ে কোনভাবেই বন্ধ হচ্ছে না।
×