ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরের বদরগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

প্রকাশিত: ২৩:৩৯, ১ অক্টোবর ২০১৬

রংপুরের বদরগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের বদরগঞ্জে রাতের অন্ধকারে মন্দিরের ভেতরে ঢুকে দূর্গা পূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের দাসপাড়া দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় মন্দির পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার লোকজন ঘুমিয়েছিলেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় বসবাসকারী সনাতন ধমাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে তিনটা পর্যন্ত মন্দির পরিচালনা কমিটির সদস্যরা মন্দিরের ভেতরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করে ঘুমাতে যান। সকালে উঠে তারা দেখেন মন্দিরে রাখা মূর্তিগুলো কে বা কারা ভাঙচুর করে রেখে গেছেন। ধারণা করা হচ্ছে শনিবার ভোরের দিকে দুর্বৃত্তরা মূর্তিগুলো ভাঙচুর করেছে। মন্দির কমিটির সভাপতি জগদিশ চন্দ্র দাস বলেন, দুর্বৃত্তরা দূর্গা প্রতিমার হাতসহ গণেশ, কার্তিক, লক্ষ্মী, অসুর ও বাঘের মাথা ভেঙে ফেলেছে। তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে এলাকার লোকজন চরম আতঙ্কে রয়েছেন। গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ওই এলাকার লোকজন যাতে নির্বিঘ্নে পূজা অর্চণা করতে পারেন সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। ঘটনা তদন্তে কাজ করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার কাজী আবেদা গুলশান বলেন, ওই ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চণা করতে পারেন সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
×