ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে ডাকাতির ঘটনায় চার ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ২২:৩৮, ১ অক্টোবর ২০১৬

নাটোরে ডাকাতির ঘটনায় চার ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের হালসায় দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দোকানের সিন্দুকসহ বেশ কিছু স্বর্ণলংকার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে জেলা এবং জেলার বাহিরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, টাঙ্গাইলের কালিহাতি গ্রামের সন্দিপ কুমার করের ছেলে দিলিপী কুমার কর (৩৫), তাড়াশ উপজেলার নাদোর সৈয়দপুর গ্রামের খবির সরদারের ছেলে সালাম হোসেন (৩৭), লালপুর উপজেলার আমীনপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ফরেন আলী (৪২), সিংড়া উপজেলার চৌগ্রামের জসির ছেলে মজিবুর রহমান (৪০)। নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, গত বুধবার রাতে নাটোর সদর উপজেলার হালসা বাজারে মৌসুমী এবং জবেদা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরে মৌসুমী জুয়েলার্সের মালিক মজিদ শাহ ১১জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ডাকাতি হামলা দায়ের করে। পরে থানা পুলিশ ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে জেলা এবং বাহিরে অভিযান চালিয়ে গতরাতে তাদের গ্রেফতার করা হয়।
×