ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে বিশ্ব প্রবীণ দিবস পালন

প্রকাশিত: ২২:২৩, ১ অক্টোবর ২০১৬

বাকৃবিতে বিশ্ব প্রবীণ দিবস পালন

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আলোচনা সভা, হার্টক্যাম্পেইন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ প্রভৃতি কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ শনিবার বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে এসব অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম সাইফুল বারী এবং অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে বৃক্ষরোপন করেন প্রবীণরা।
×