ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

প্রকাশিত: ২০:৫৭, ১ অক্টোবর ২০১৬

সাভারে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা  নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ-আলম নয়ন (৪৪) নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সে সাভার পৌরসভার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে। বন্দুকযুদ্ধের ঘটনায় এস.আই. তন্ময় আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহত নয়নের ছোট ভাই মাসুদ আলম (লিটন) জানান, শুক্রবার তার বড় ভাই নয়নকে রাজধানীর মোহাম্মদপুরের বিহারী কলোনীর ভাড়া বাসা থেকে আটক করে নিয়ে আসে সাভার মডেল থানার এস.আই. তন্ময় কুমার বিশ্বাস ও এ.এস.আই. আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স। এরপর তার ভাই সাভার মডেল থানাতেই ছিল। রাত নয়টার দিকে পুলিশের মাইক্রোবাসে করে নয়নকে থানা থেকে বাইরে নিয়ে যেতে দেখে তার মা। শনিবার সকালে জানতে পারেন যে, বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তার ভাই মারা গেছে। পুলিশ বলছে, রাত অনুমান পৌণে তিনটার দিকে নয়নকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পরে নয়ন আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪টি ছোড়া ও ২টি রামদা উদ্ধার করা হয়। পরে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আরো জানায়, নয়ন সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, পুলিশের উপর হামলা, অস্ত্র, মাদক, অপহরণ ও হত্যাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। এছাড়া, মানিকগঞ্জে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবং সিঙ্গাইর থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
×