ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নমনীয় ফোনের জন্য প্যানাসনিকের নমনীয় ব্যাটারী

প্রকাশিত: ২০:৫৪, ১ অক্টোবর ২০১৬

নমনীয় ফোনের জন্য প্যানাসনিকের নমনীয় ব্যাটারী

অনলাইন ডেস্ক ॥ নমনীয় স্মার্টফোনের ক্ষেত্রে দরকার নমনীয় ব্যাটারী। নমনীয় স্মার্টফোনে শক্তি জোগানোর জন্য নমনীয় ব্যাটারী নিয়ে কাজ করছে বেশ কিছু প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। প্যানাসনিক সম্প্রতি নমনীয় লিথিয়াম-আয়ন-ব্যাটারী তৈরির মাধ্যমে নমনীয় ফোনের নির্মানের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ইঙ্গিত দিল। ব্যাটারীগুলো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ০.৫৫ মিলিমিটার পুরু। ব্যাটারী ২৫ মিলিমিটার নমনীয়তার ব্যাসার্ধ নিয়ে ২৫ ডিগ্রী পর্যন্ত বাঁকতে পারে। তাছাড়া ব্যাটারীর নমনীয় বৈশিষ্ট্যের কারণে এটির চার্জিং বজায় রাখার ক্ষমতার উপর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্যানাসনিক। বর্তমানে ব্যাটারীগুলোর ক্ষুদ্রতম ইউনিটটি ১৭.৫ মিলিঅ্যাম্পিয়ার এবং বৃহত্তম ইউনিটটি ৬০ মিলিঅ্যাম্পিয়ার চার্জ ধারণ করতে পারে। সম্প্রতি উন্মুক্ত হওয়া আইফোন ৭ স্মার্টফোনে ১,৯৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী আছে। অর্থাৎ, নমনীয় ব্যাটারীগুলো কম শক্তির ডিভাইসে ব্যবহৃত হবে। তাছাড়া এটি ব্যাপকভাবে উৎপাদিত কোন ডিভাইসেও এখনও অন্তর্ভূক্ত করার সময় হয়নি। তবে প্যানাসনিক জানিয়েছে, তারা এই প্রযুক্তির উন্নয়নে গবেষণা চালিয়ে যাবে। কে জানে? একদিন আপনিও হয়তো সংবাদপত্রের মতো আপনার হাতের ফোনটি ভাঁজ করতে পারবেন।
×