ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে এসে খুশি ইংল্যান্ড

প্রকাশিত: ২০:১৯, ১ অক্টোবর ২০১৬

বাংলাদেশ সফরে এসে খুশি ইংল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ অবশেষে ঢাকায় পা রাখলো ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে দলটিকে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয়। আর এই সফরে আসতে পেরে নিজেদের আনন্দের কথা জানালেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসেছে ইংলিশ ক্রিকেট দল। তবে এই সফরে নিরাপত্তার অজুহাতে আসেননি দলটির ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস। আর ইনজুরির কারণে শেষ দিকে সফর প্রত্যাহার করেন পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। এ প্রসঙ্গে স্ট্রাউস বলেন, ‘আমরা এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। এটা শারিরীক ও রুপকঅর্থে আমাদের জন্য লম্বা এক ভ্রমন। ক্রিকেটাররা নিরাপত্তার শঙ্কায় ছিল। তবে ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন আগেই বাংলাদেশ পর্যাবেক্ষণ করে সবুজ সংকেত দিয়েছেন। আর আমরা তার প্রতি সম্পূর্ণ ভরসা রাখছি।’ তিনি আরও বলেন, ‘ বিমানবন্দরে আমি ক্রিকেটারদের ইতিবাচক মনোভাব দেখে খুশি হয়েছি। আসলে সিদ্ধান্ত হওয়ার পর ব্যাপারটি খুব সহজ হয়ে গেছে। এখন তারা কঠিন একটি সফরের জন্য প্রস্তুত।’
×