ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান আফ্রিদির

প্রকাশিত: ১৯:২৮, ১ অক্টোবর ২০১৬

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান আফ্রিদির

অনলাইন ডেস্ক ॥ 'পাকিস্তান ‘শান্তিকামী রাষ্ট্র’। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই দুই দেশের সমস্যার সমাধানের রাস্তা বের করতে হবে।' সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শুক্রবার ট্যুইটারে এমন আহ্বান জানালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। গত কাল সার্জিক্যাল স্ট্রাইকে পাক-অধিকৃত কাশ্মীরে প্রায় ৫০ জঙ্গি এবং ৭টি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। এমন মুখের ওপর জবাব হয়তো আশা করেনি পাকিস্তান। তার ওপর সার্ক সম্মেলনে যোগ না দিতে চেয়ে একে একে সকল প্রতিবেশী দেশে সরে দাঁড়িয়েছে। সঙ্গে বালুচিস্তান আক্রমণ করে বসেছে ইরান। ঘরে-বাইরে প্রবল চাপের মধ্যে পাকিস্তান এক কথায় ‘এক ঘরে’ হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই ট্যুইট করেন আফ্রিদি। তিনি লেখেন, ‘পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র। যুদ্ধের কথা কেন উঠছে, যেখানে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। পাকিস্তান সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। যখন দুই প্রতিবেশী একে অপরের সঙ্গে লড়ে, তখন দুই ঘরই এতে প্রভাবিত হয়।’ সূত্র: এই সময়
×