ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৮:৫৭, ১ অক্টোবর ২০১৬

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্পন্ন হয়েছে। শুক্রবার ৫৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে পরীক্ষা সম্পন্ন হয়। এবার প্রশ্নপত্রে সেটের নাম না লিখে বারকোড ব্যবহার করা হয়। এক হাজার ২৫০ আসনের বিপরীতে ‘গ’ ইউনিটে ৪২ হাজার ১৪৭টি আবেদন পড়ে। প্রতি আসনের জন্য লড়াই করেছেন ৩৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, জালিয়াতি করলে পরীক্ষা থেকে কারাগারে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইরের কেন্দ্রগুলো ছিল- বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ। একটি প্রশ্ন কম ॥ এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক সেট প্রশ্নের ফিন্যান্স অংশে একটি প্রশ্ন কম ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী ওই সেট প্রশ্নের পরীক্ষা দিয়েছেন তারা সবাই বাদপড়া প্রশ্নের জন্য নম্বর পাবেন। প্রশ্নে একাধিক ভুল ॥ ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে এবার একাধিক ভুল পাওয়া গেছে। প্রতি সেটে ১০০টি প্রশ্ন থাকার কথা থাকলেও একটি সেটে প্রশ্ন ছিল ৯৯টি। বাকি সেটগুলোতে প্রশ্নের সিরিয়াল নম্বরে ছিল ভুল। প্রশ্নের এতো ভুল দেখে পরীক্ষার হল পরিদর্শকরা শিক্ষার্থীদের হেডিংয়ের নির্দেশনা ফলো না করার নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এ ধরনের ভুল অনাকাক্সিক্ষত। আশা করি ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না।
×