ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা স্থল থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ০৭:৪৫, ১ অক্টোবর ২০১৬

সংবর্ধনা স্থল থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ সম্মেলন থেকে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার কর্মসূচী থেকে যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। পিস্তলটিতে দুই রাউন্ড তাজা বুলেটও রয়েছে। তবে পিস্তল ও বুলেট উভয়ই বৈধ। নিজের নিরাপত্তাজনিত কারণে ওই যুবলীগ নেতা অস্ত্রসহ প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় দাঁড়িয়ে ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। অস্ত্রসহ দাঁড়িয়ে থাকার পেছনে কোন অসৎ উদ্দেশ্য ছিল না। বিষয়টি আরও নিশ্চিত হতে ওই যুবলীগ নেতাকে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে বলাকা ভবনের কাছ থেকে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক সেলিম খানকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। থানার ওসি নূর-ই-আজম জানান, আটক সেলিম খানের আগ্নেয়াস্ত্র ও বুলেটের লাইসেন্স রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রধানমন্ত্রীর কোন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ। এজন্য যুবলীগ নেতা সেলিম খানকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র বহনের পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেলিম খানের বরাত দিয়ে পুলিশ বলছে, নিজের নিরাপত্তার জন্য তাকে লাইসেন্স করা পিস্তল নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। কোন অসৎ উদ্দেশ্য নয়। তিনি নিজের ভুলও স্বীকার করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া ঠিক হয়নি বলেও তিনি বার বার ভুল স্বীকার করেছেন।
×