ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার সার্ক শীর্ষ থেকে সরে এলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৭:৪৩, ১ অক্টোবর ২০১৬

এবার সার্ক শীর্ষ থেকে সরে  এলো শ্রীলঙ্কা

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ এশিয়ায় আরও কোণঠাসা হলো পাকিস্তান। ভারত, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তানের পর এবার শ্রীলঙ্কা ও ইসলামাবাদে আয়োজিত ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে। ৯ থেকে ১০ নবেম্বর ইসলামাবাদে এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি অনুকূল নয়, এই কারণ দেখিয়ে শুক্রবার সরে দাঁড়ানোর ঘোষণা দিল শ্রীলঙ্কা। লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নতির জন্য সবচেয়ে আগে দরকার শান্তি ও সুরক্ষা। কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বড়ই অস্থির। সব ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকা-ের কড়া নিন্দা জানায় শ্রীলঙ্কা। একটি দায়িত্বশীল দেশ হিসেবে এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে শ্রীলঙ্কা সহযোগিতা করবে।’ এদিকে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে উল্লিখিত পাঁচটি দেশ অংশগ্রহণ না করায় সামিটের জন্য শীঘ্রই নতুন তারিখ নির্ধারণ করবে বলে জানিয়েছে পাকিস্তান।
×