ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরতের রথ ব্রত রায়

কবিতা

প্রকাশিত: ০৬:৪৭, ১ অক্টোবর ২০১৬

কবিতা

দিন শেষ বৃষ্টির চলে যায় ওই মাঠ-ঘাট নেই আর জল থই থই! চলে গেছে কালো কালো মেঘেদের দল নীল আকাশে সাদা মেঘ, জোছনার ঢল! চরাচর আলো করে ফুটে আছে কাশ শিউলিরা ছড়ালো রে দারুণ সুবাস! ফাঁকতালে তাল পাকে মৌ মৌ ঘ্রাণ খাই খাই করে শুধু আমার পরাণ! কাদাটাদা নেই আর খটখটে পথ প্রকৃতিতে এসে গেছে শরতের রথ! এই শরতে চয়ন বিকাশ ভদ্র নীল আকাশে বকের সারি দূর অজানায় দিচ্ছে পাড়ি। মাথার উপর মেঘের ভেলা আকাশবাড়ি করছে খেলা। নদীর তীরে কাশের বন দুলছে হাওয়ায় শনশন। নৌকাগুলো পালতোলা নদীর বুকে ঢেউয়ের দোলা। উড়ছে হাওয়ায় খুকুর চুল পড়ছে ঝড়ে শিউলি ফুল। ঝিলের জলে শাপলা ভাসে রাতের বেলা চাঁদটা হাসে। শরৎ-কারুকাজ সাঈদ সাহেদুল ইসলাম সদ্য ফোটা শাপলাগুলো হাসে ঝিলের জলে, দুচোখ ভরে এ রূপ দেখি শরৎ এলো বলে। নীল আকাশে শুভ্র মেঘে এমন কেন খেলা? ‘চলছে শরৎ’-বলছে সেটা কোমল রোদের বেলা। ভ্রমর গানেÑ ছুটছে কেন শিউলি ফোটা বনে? বলল সেও-‘আলাপ ছিল শরৎ ফুলের সনে।’ কাশফুলেরাও সাদা রঙে দুলছে কেন আজ? সবুজ ফসল বলছে- ‘এটা শরৎ-কারুকাজ।’ মেঘের খেলা জসীম আল ফাহিম ওই যে দূরে নীল আকাশে রঙবেরঙের মেঘের ভেলা শরৎকালে এমনি চলে আকাশ জুড়ে মেঘের খেলা। নদীর তীরে সাদা সাদা কাশফুলেরা ফুটে থাকে কাশবনেতে নাম না জানা পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে। সকাল হলে শিউলি তলে শিউলি ফুলের ছড়াছড়ি ফুল কুড়িয়ে শিশুরা যায় আনন্দেতে গড়াগড়ি। রাতের আকাশ তারার মেলা ছায়াপথে আলোর নদী পূর্ণিমা চাঁদ হেসে হেসে আলোক বিলায় নিরবধি।
×