ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আধুনিক গুহামানব

প্রকাশিত: ০৬:২৩, ১ অক্টোবর ২০১৬

আধুনিক গুহামানব

আদিকালে প্রচ- শীত ও জীবজন্তুর ভয়ে মানুষ গুহায় বাস করত। আধুনিক যুগে গুহায় বাস, এটা ভাবাই যায় না। কিন্তু সম্প্রতি চীনে এক আধুনিক গুহামানব দম্পতির খোঁজ পাওয়া গেছে। একটানা ৫৪ বছর নির্জন গুহায় কাটিয়ে দিয়েছেন এই দম্পতি। ঘটনাটি চীনের দক্ষিণ-পশ্চিমের ন্যানচং শহরের। ৫১ বছর আগে লিয়াং জিফু ও লি সুইংয়ের বিয়ে হয়। বর্তমানে এদের বয়স ৮১ ও ৭৭ বছর। বিয়ের পর স্বামী লিয়ান জিফুর কাছে লি সুইংয়ের আবদার, তাকে একটা সুন্দর পরিপাটি বাড়ি কিনে দিতে হবে। বেচারা লিয়ান জিফু তিন বছর চেষ্টার পরও স্ত্রীর আবদার মেটাতে পারেননি। অবশেষে লিয়ান জিফু সিদ্ধান্ত নেন, লোক চক্ষুর আড়ালে স্ত্রীকে নিয়ে বাস করবেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ন্যানচংয়ের অদূরে এই গুহার সন্ধান পান। লিয়ান জিফু সিদ্ধান্ত নেন স্ত্রীকে নিয়ে এই গুহায়ই সুখের ঘর বাঁধবেন। বিষয়টি স্ত্রীকে বলার পর তিনিও রাজি হয়ে যান। চলে আসেন এই গুহায়। এভাবে টানা ৫৪ বছর। গুহায় বাসকালে তিন সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে সন্তানরা এই গুহা ত্যাগ করে চীনের বড় বড় শহরে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই গুহাপ্রেম ছাড়তে পারেননি লিয়াং জিফু ও লি সুইং। ঘটনাটি সম্প্রতি চীনা গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। খবর শোনার পর চীনের অনেক ধনী তাদের অত্যাধুনিক বাড়ি ও ফ্ল্যাট কিনে দেয়ার প্রস্তাব দেন। কিন্তু জিফু ও লি সুইং সবিনয়ে সকলের প্রস্তাব ফিরিয়ে দেন। লিয়াং জিফু বলেন, আমরা এখানেই ভাল রয়েছি। টাটকা খাবার খাচ্ছি। গুহার পাশে আমি একটি শূকরের খামার করেছি। এখান থেকে ভাল মাংস পাওয়া যাচ্ছে। স্ত্রীর যাতে অন্ধকারে কষ্ট না হয় এজন্য জেনারেটর বসিয়েছি। তার ভাষায়, এই গুহা অনেক পরিবেশবান্ধব। এখানে শীত ও গরমের কষ্ট নেই। লি সুইং বলেন, এখানে আমাদের তিনটি শোবার ঘর ও একটি রান্নাঘর রয়েছে। আমাদের কোন কষ্ট নেই। এই খবর প্রকাশের পর চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’-তে আলোচনার ঝড় উঠেছে। অনেকে এই দম্পতিকে সাধুবাদ জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, নিঝঞ্ঝাট জীবনযাপনের ফলে তারা একে অপরকে ঠিকমতো ভালবাসা দিতে পেরেছেন। অপর একজন বলেছেন, টেলিভিশন ছাড়া বসবাস, ভাবা যায়! আরেকজনের মন্তব্য, শহর থেকে এত দূরের গুহায় থাকার সময় তারা অসুস্থ হলে কি হতো?-পিপলস ডেইলি অবলম্বনে।
×