ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দ শামসুল হকের নাগরিক স্মরণসভা আজ

প্রকাশিত: ০৬:২১, ১ অক্টোবর ২০১৬

সৈয়দ শামসুল হকের  নাগরিক  স্মরণসভা  আজ

স্টাফ রিপোর্টার ॥ সৃষ্টির আলোয় স্মরণ করা হবে কবিকে। পাঠ করা হবে তাঁর রচিত কবিতা, গাওয়া হবে তাঁর লেখা। বিশিষ্টজনরা বলবেন তাঁর বর্ণাঢ্য জীবনের কথা। সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নাগরিক স্মরণসভা শনিবার। বিকেল ৪টায় ভাষাশহীদদের স্মৃতির মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ স্মরণসভার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, স্মরণসভায় শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। তারা সৈয়দ শামসুল হকের কর্মের নানা মাত্রা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তাঁর কবিতা থেকে পাঠ করা হবে এবং পরিবেশিত হবে তাঁর লেখা গান। সে সঙ্গে তাঁর নাটকের পাঠ্যাভিনয়ও পরিবেশিত হবে। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক।
×