ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় এইউবি ও এনওয়াইআইটি সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৪:১৭, ১ অক্টোবর ২০১৬

ঢাকায় এইউবি ও  এনওয়াইআইটি সমঝোতা স্মারক সই

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এবং নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির (এনওয়াইআইটি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) গত ২৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছে। আশুলিয়ায় এইউবি’র স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এশিয়ান ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং নিউইয়র্ক ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এবং প্রভোস্ট প্রফেসর ড. রহমত এ কোরেশী এতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি পক্ষে-বিপক্ষে কর্মসূচী রামপাল বিদ্যুত প্রকল্প ঘিরে শহীদ মিনারে সংঘর্ষ বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সুন্দরবনে রামপাল কয়লা বিদুতকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন ও বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচী পালন করা দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সকালে রাজধানীর শহীদ মিনারে ‘বাঁচাও সুন্দরবন’ শিরোনামে ফেসবুক ইভেন্টের মাধ্যমে সাইকেল মিছিলের জন্য জড়ো হয় রামপাল প্রকল্প বিরোধী আন্দোলনকারীরা। একই সময়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র চাই’ -এই দাবিতে শহীদ মিনার ঘিরে দিনব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই এক পর্যায়ে আন্দোলনকারীরা সাইকেল মিছিল শুরুর প্রস্তুতি নিলে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার রমজান আলীর ইন্তেকাল স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার নেত্রকোনার দুর্গাপুরের রমজান আলীর (৭৫) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে শুক্রবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যুদ্ধাপরাধী রমজান আলী। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান আলী।
×