ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

মোটরচালক লীগ নেতা খুন ॥ ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

প্রকাশিত: ০৪:১৭, ১ অক্টোবর ২০১৬

মোটরচালক লীগ নেতা খুন ॥ ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে মোটরচালক লীগের এক নেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শ্যামলীর শিশুমেলা এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী ট্রাকের ধাক্কায় বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। ধানম-িতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে। শ্যামপুরে একটি হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে এক মাদকসেবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে যাত্রাবাড়ীতে একটি এ্যাম্বুলেন্সের ভেতর থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া গুলিস্তনে ৭০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর খিলগাঁওয়ে মোটরচালক লীগের সহসম্পাদক জয়নাল মিয়াকে (৩২) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ খিলগাঁও পূর্ব গোড়ানের ১০ নম্বর রোডের কাইয়ুম কমিশনার গলি থেকে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম মৃত আব্দুল মজিদ হাওলাদার। গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার নলিমাইঠায়। তিনি সবুজবাগ পূর্ব রাজারবাগ কালীবাড়ি এলাকার ৬ নম্বর বাসায় থাকতেন। নিহত জয়নাল মিয়ার ছোট ভাই ইব্রাহীম হাওলাদার জানান, বড় ভাই জয়নাল সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ডের মোটরচালক লীগের সহসম্পাদক ছিলেন। তিনি জানান, তারা দুই ভাই মিলে বাসার সামনে ‘ভাই ভাই হোটেল’ নামে একটি রেস্টুরেন্টের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ১২টায় তার বড় ভাই জয়নাল মিয়া হোটেলের জন্য কাঁচামাল আনতে কাওরানবাজার যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইব্রাহীম হাওলাদার জানান, শুক্রবার ভোর ৫টায় তার ভাইয়ের মোবাইল থেকে কেউ একজন ফোন দিয়ে তার ভাইয়ের লাশ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে পূর্ব গোড়ানের ময়লাস্তূপের পাশ থেকে লাশ উদ্ধার করে। খিলগাঁও থানার ওসি মঈনুল ইসলাম জানান, নিহত জয়নালের গলায় ওড়না পেঁচানো ছিল। এই ওড়নার সূত্র ধরেই তদন্ত করলে খুনীদের শনাক্ত করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, জয়নাল একাধিক বিয়ে করেছেন বলে জানতে পেরেছি। এরই সূত্র ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় বিজিবির সদস্য নিহত ॥ রাজধানীর শিশুমেলা এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী ট্রাকের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছে। নিহতের নাম আবু তাহের (৩৩)। )। তিনি বিজিবিতে নায়েক (সিভিল) পদে কর্মরত ছিলেন। দগ্ধ যুবকের মৃত্যু ॥ রাজধানীর ধানম-িতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মাসুম আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম ইস্তেফা আলী। গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুরে। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত মাসুম আলীর শরীরের ৪৯ শতাংশ পুড়ে গিয়েছিল। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ মাসুমের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। দুপুরে মাসুমের লাশের ময়নাতদন্ত শেষে তার মরদেহ তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে। মাদকসেবীর মৃত্যু ॥ রাজধানীর শ্যামপুরে ধোলাইপাড় এলাকায় সুন্দর জীবন নামে একটি হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই হাসপাতালের মালিক ও এক কর্মচারীকে আটক করেছে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, জাকির মাদকাসক্ত ছিলেন। সুন্দর জীবন হাসপাতালটিতে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা দেয়া হয়। আর এজন্য জাকিরকে ওই হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই হাসপাতালের ৫ম তলা থেকে জাকির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ্যাম্বুলেন্সে ফেনসিডিল ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে একটি এ্যাম্বুলেন্সের ভেতর থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরের দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শাহজালালে স্বর্ণসহ যাত্রী আটক ॥ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল সেট ও সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় যাত্রী মোঃ চান মিয়াকে আটক করা হয়েছে। আটক চান মিয়ার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করেন। জাল নোটসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর গুলিস্তানে ৭০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হচ্ছে মোঃ জাকির হোসেন, মেহেদী হাসান ওরফে মনির ও মোঃ আব্দুল লতিফ শিকদার। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার গভীররাতে ডিবি পূর্ব বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।
×