ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

আটক চার ডাকাত জেএমবি নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৩০ সেপ্টেম্বর ॥ সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির ঘটনায় ধৃত ডাকাতরা সকলেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য । নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম শুক্রবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন । তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বাশাইলের রেল লাইন সংলগ্ন মুকসেদুল কবির ফেরদৌসের পাঁচতলা ফ্ল্যাট বাড়ির দ্বিতীয়তলায় কলিংবেল টিপে কৌশলে ৪/৫ ডাকাত আগ্নেয়াস্ত্র, চাপাতিসহ বাসায় ঢোকে। ডাকাতরা বাসার সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে এলাকা বাসী সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাসা ঘিরে ফেলে এবং হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ৪ ডাকাত হাত উঁচু করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এ সময় পুলিশ চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে । ধৃত আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে শহরের বৌয়াকুড় ইনডেক্স প্লাজার পাশের তামিম ভুইয়ার বাড়িসহ আরও ৭/৮ বাড়িতে ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিকাশ এজেন্টের টাকা লুট করেছে। তারা এ অর্থ জেএমবির আটককৃতদের মামলার ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহ করে। আটককৃতরা হলো আলমগীর ওরফে ভেজাল আলমগীর ওরফে কালা ভাই ওরফে দরবেশ সাং বেজেরগাঁও থানা শ্রীনগর জেলা মুন্সীগঞ্জ, মোঃ অনিল ওরফে রনি ওরফে ফজলুল হক কবির হোসেন ও জুয়েল । আওয়ামী লীগ নেতা আহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়ায় জামায়াতীরা পিটিয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা ছৈয়দ নুরের একটি পা ভেঙ্গে দিয়েছে। কুতুবদিয়া উত্তর ধুরং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছৈয়দ নুর শুক্রবার সকালে জামায়াত নেতা সিরাজদ্দৌল্লাহর হাতে অমানবিক এ হামলার শিকার হন। গুরুতর আহত প্রবীণ এ নেতাকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে ত্বরিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জানা গেছে, সাবেক মেম্বার ছৈয়দ নুর শুক্রবার সকাল ৭টায় ধুরং বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কিছু বুঝে উঠার আগে তার গতিরোধ করে জামায়াত নেতা সিরাজদ্দৌল্লাহ বেদম মারধর শুরু করে। লাঠির আঘাতে এক পা ভেঙ্গে মাটিতে পড়ে যান তিনি। পথচারীরা ঘটনা দেখে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যায়। এর আগেও কক্সবাজার শহর জামায়াতের আমির শামসুল আলম বাহাদুরের সহোদর জামায়াত নেতা সিরাজদ্দৌল্লাহ’র হাতে উত্তর ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ একাধিক তৃণমূল নেতাকর্মী মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তথ্য মিলেছে। চাল বিতরণে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ সেপ্টেম্বর ॥ হতদরিদ্রের চাল বিতরণে চট্টগ্রামের পটিয়ায় শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠেছে। শুক্রবার চাল বিতরণকালে উপজেলার আশিয়া ইউনিয়নে এ অভিযোগ ওঠে। জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের ছোটভাই হেলাল উদ্দিন জনপ্রতি ২৪-২৫ কেজি চাল বিতরণ করায় এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়ে, যে কারণে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম সারাদেশে শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের সাতঘরপাড়ায় শুরু হলে যুবলীগ নেতা বেলালের ভাই হেলাল শুরুতেই চাল কম দেয়া শুরু করেন। রূপগঞ্জে ডিবি পরিচয়ে কাভার্ডভ্যান ছিনতাই নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চালকের হাত-পা বেঁধে কাপড়বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার এইচআর এ্যাডমিন এ্যাক্সিকিউটিভ স্মাইল এ্যাপারেলস কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার এইচআর এ্যাডমিন এ্যাক্সিকিউটিভ স্মাইল এ্যাপারেলস কোম্পানির বিভিন্ন ধরনের কাপড় ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকার এনার্জি নিট কম্পোজিট কারখানায় ডাইংয়ের জন্য পাঠানো হয়ে থাকে। এরপর এসব কাপড় ওয়াশ করার জন্য আবার নারায়ণগঞ্জ বিসিক এলাকার নিট হোম কোম্পানিতে পাঠানো হয়ে থাকে। টেকনাফে আহত রোহিঙ্গা নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলা লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে (বস্তি) ‘ই’ ব্লকে ছলিমা বেগম (৩০) নামে রোহিঙ্গা নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বস্তির সেক্রেটারি রোহিঙ্গা আমির হোসেন ও তার সাঙ্গোপাঙ্গরা কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছলিমাকে বেদম মারধর করে। এতে তার গর্ভের সন্তান মৃত প্রসব হয়। অবশেষে শুক্রবার সকাল ৮টায় লেদা রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গা নারী চার সন্তানের জননী ছলিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। টেকনাফ থানার সেকেন্ড অফিসার কাঞ্চন নাথ বলেন, এ বিষয়ে আদালতে মামলা হয়েছিল। আদালত মামলার তদন্ত রিপোর্ট দেয়ার জন্য টেকনাফ থানাকে নির্দেশ দেয়। পুলিশ দুই মাস আগে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আদালতে। ছলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জে দুই বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ শুক্রবার ভোরে মডেল থানাসংলগ্ন হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় অস্ত্রের মুখে একাধিক ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেলসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক জানান, ওই এলাকার বাসিন্দা প্রবাসী হারুনুর রশীদের বাসভবনের একটি ভেনটিলেটর ভেঙ্গে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার লোকজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। ডাকাতরা নগদ এক লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে। একই সময় একই এলাকায় সৈয়দ ইমাম হোসেনের বাসভবনে সশস্ত্র ডাকাতরা হানা দেয়। অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ডাকাতরা চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকাসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। সদর থানা ও প্রধান সড়ক থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে ডাকাতির ঘটনায় শহরের বাসিন্দাদের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ জেলার পাকুন্দিয়ায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে সবুজ নামে কিশোরকে অমানসিক নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা হলেও এখনও অভিযুক্ত ফিরোজ মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার বিকেলে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আহুতিয়া আমতলী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দর্পণ সাংস্কৃতিক সংঘ আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচীতে নানা শ্রেণী পেশার শত শত লোকজন অংশ নেয়। সংগঠনের সভাপতি জিয়াউল হক বাতেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা মৃণাল কুমার রায়, হান্নান মাস্টার, নাজমুল কবির, একরাম হোসেন, ফরিদ উদ্দিন, তারেক হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আলম মামুনসহ অন্যরা। রামপাল বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রামপালে বিদ্যুত কেন্দ্র বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শুক্রবার বেলা ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল ও ইমরান খান। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে কোন বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে দেয়া হবে না। রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করলে যে ক্ষতি হবে তা পুরো জাতিকে বহন করতে হবে। দেশ অরক্ষিত হয়ে পড়বে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। এজন্য অবিলম্বে রামপাল থেকে বিদ্যুত কেন্দ্র প্রত্যাহার করতে হবে। সুন্দরবনকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশু বলাৎকার ॥ রাবির সাবেক শিক্ষার্থী আটক রাবি সংবাদদাতা ॥ টাকার লোভ দেখিয়ে ছয় বছরের স্কুলছাত্রকে ছাত্রাবাসে ডেকে যৌন নির্যাতন করেছে মোজাফ্ফর হোসেন নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর মির্জাপুর এলাকার ফাতেমা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোজাফ্ফর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স করেছে। তাকে পিটিয়ে পুলিশে দেয়া হয়েছে। স্কুলছাত্রের মা ও স্থানীয়রা জানান, তার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ইচ্ছে স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। টাকার লোভ দেখিয়ে শুক্রবার বিকেলে মোজাফ্ফর তাকে মির্জাপুর এলাকার ফাতেমা ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। মোজাফ্ফর যৌন নির্যাতন শুরু করলে শিশুটি চিৎকার করে কান্নাকাটি করে।
×