ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দখলের কবলে একমাত্র খাস পুকুর

প্রকাশিত: ০৪:০৭, ১ অক্টোবর ২০১৬

কলাপাড়ায় দখলের কবলে একমাত্র খাস পুকুর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ সেপ্টেম্বর ॥ পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থে ব্যবহার্য একমাত্র পুকুরটি হচ্ছে অফিস মহল্লার খাস পুকুর। এ পুকুরটিতে শুরু হয়েছে দখল সন্ত্রাস। এর উত্তরপাড়ে অসংখ্য স্থাপনা তোলা হয়েছে। ফলে মানুষের শঙ্কা পুকুরটি আর জনস্বার্থে ব্যবহারের উপযোগী থাকবে না। অভিযোগ রয়েছে কেউ কেউ পয়ঃনিষ্কাশনের লাইন পর্যন্ত পুকুরের সঙ্গে সংযোগ করে দিয়েছে। স্থানীয় ভূমি প্রশাসনের উদাসীনতায় এ পুকুরটি এভাবে বেদখল হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ পুকুরটিতে গোসল করে। কাপড় চোপড় ধোয়। রান্নার কাজে ব্যবহার করছে পানি। জনস্বার্থে দুই দিকে দুটি ঘাটলা পর্যন্ত করে দেয়া হয়েছে। পুকুরটি শহরের মনোরম পরিবেশে রয়েছে। পূর্বদিকে একমাত্র মহিলা কলেজ। পশ্চিম দিকে কেন্দ্রীয় শহীদ মিনার। দুই দিকে ব্যস্ততম সড়ক। কিন্তু দখলদারিত্বের কারণে পুকুরটি ব্যবহার উপযোগী থাকছে না। দখলদাররা আবার পুকুরের মধ্যেই বর্জ্য ফেলছে। করছে পানি নোংরা। স্থানীয় পৌরসভা পুকুরটির নিয়ন্ত্রণ নিয়ে চারপাশ দিয়ে সড়কসহ সংস্কারের জন্য জেলা প্রশাসনের কাছে বহুদফা দেনদরবার করেছে। কিন্তু জেলা প্রশাসন হস্তান্তর করেনি। অপরদিকে পুকুরটির দখলদারিত্ব ঠেকাতে কিংবা যথাযথ রক্ষণাবেক্ষণও হচ্ছে না। ফলে অতি প্রয়োজনীয় এ পুকুরটি এখন ব্যবহার উপযোগিতা হারিয়ে ফেলছে। কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এমনিতেই কলাপাড়া শহরের অধিকাংশ পুকুর ভরাট ও দখল হয়ে গেছে। তাই এ পুকুরটি সংস্কার এবং দখলমুক্ত করে ব্যবহার উপযোগী রাখা প্রয়োজন।
×