ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৩১ পূজাম-প ঘিরে ব্যাপক নিরাপত্তা

প্রকাশিত: ০৪:০৬, ১ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ২৩১ পূজাম-প ঘিরে ব্যাপক নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর এলাকায় ২৩১টি পূজাম-পে এবার দুর্গোৎসব পালনে উদ্যোগ নিয়েছে পূজা উদযাপন কমিটি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ১০৫টি পূজাম-পকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি পূজাম-পে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্দ্বিধায় পূজা পালন করতে পারে সেজন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটি পূজাম-প পরিচালনা কমিটির সভাপতিসহ সকল সদস্যকে সচেতন থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ষোলোটি থানা এলাকায় মোট ২৩১টি পূজাম-প রয়েছে। ছোট-বড় এসব ম-পে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ চলবে। দেশের বিভিন্ন স্থানে জঙ্গীদের অপতৎপরতা ও সংখ্যালঘুদের ওপর অতীতে হামলার বিষয়টি মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে অন্যবারের মতো পূজাম-পে দায়িত্ব পালন করবেন। এদিকে সী-বীচ ও কর্ণফুলীসহ কয়েকটি নদীকেন্দ্রিক এলাকায় কোস্টগার্ডের সদস্য এবং অগ্নিকা- নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করবেন। নগরীর সব পূজাম-প পরিচালনা কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেয়া হয়েছে ম-পে প্রবেশের পূর্বে দর্শনার্থীদের সার্চওয়ে দিয়ে প্রবেশ নিশ্চিত করতে। এছাড়া যতটুকু সম্ভব পূজাম-পে আসা মহিলাদের সঙ্গে থাকা ব্যাগ ও সন্দেহভাজন পুরুষদের ব্যাগও তল্লাশি করার মাধ্যমে পূজাম-পে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। সিএমপি কমিশনারের দফতরে আয়োজিত ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে পূজাম-পগুলোকে ঘিরে পুলিশের টহল টিম ও সাদা পোশাকধারী সদস্যরা ব্যাপক নজরদারি শুরু করেছে। পরিচালনা কমিটিকে সিএমপি কমিশনার নির্দেশনা দিয়েছেন, সিসি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর যন্ত্র, ফায়ার ফাইটিং যন্ত্র ও জেনারেটর নিশ্চিতকরণের মাধ্যমে পূজাম-পকে সুশৃঙ্খল করে তুলতে।
×