ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিখোঁজ ডাকাতসহ সাত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৬, ১ অক্টোবর ২০১৬

নিখোঁজ ডাকাতসহ সাত লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের পাঁচদিন পর ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশালে ব্যবসায়ীর গলাকাটা লাশ, জাফলংয়ে কিশোরের, নীলফামারীতে মাদ্রাসা শিক্ষক ও কিশোরীর, সাতক্ষীরায় জেলের এবং তাড়াইলে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদা উপজেলার কোমরপুর নলডাঙ্গা মাঠ থেকে আনসার আলি (৪২)নামে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত আব্দুল খালেক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। নিহতের বিরুদ্ধে ডাকাতি, বোমা হামলা, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আজিজুলের ছেলে আনসার আলিকে ৫ দিন আগে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার বেলা ১২টায় কোমরপুর গ্রামের নলডাঙ্গা মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম জানান, এটি একটি হত্যাকা-ের ঘটনা। ডাকাতির মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী গ্রামে শামীম মুন্সি (৩০) নামের ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শামীম কৃষ্ণকাঠী গ্রামের হামিদ মুন্সির পুত্র ও স্থানীয় বাজারের কসমেটিক্স ব্যবসায়ী। পুলিশ জানায়, কৃষ্ণকাঠী বাজারে শামীমের কসমেটিক্সের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে শামীম দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়। সিলেট ॥ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলংয়ের পিয়াইন নদীতে শুক্রবার সকালে সাঁতার কাটতে গিয়ে সোহরাব নামের কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর সোহরাব পিয়াইনের স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামে। এরপর সে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন এক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নীলফামারী ॥ সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলীর বাকডোকরা নদী হতে মাদ্রাসা শিক্ষক আজাদ আবুল কালামের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় থানায় ইউডি মামলা হয়েছে। পারিবারিব সূত্র মতে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে তিনি নিজ জমির আবাদকৃত আমন ধান দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি। রাত শেষে শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির ৩০০ শ’ গজ দূরে বাকডোকরা নদীতে তার লাশ ভাসতে দেখে। অপরদিকে গলগ- রোগে আক্রান্ত হয়ে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আতিশা আক্তার নামের কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার কাশিরাম রেলপুকুর ইউনিয়নের চওড়া বাঁশবাড়ি গ্রামে। কিশোরীটি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সাতক্ষীরা ॥ বেতনা নদী থেকে তোতা ম-ল (৩৮) নামের জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার রথখোলা গ্রামের প্রিয়নাথ ম-লের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে মাছ ধরতে বেতনা নদীতে নামেন তোতা ম-ল। নদীতে নামার পর স্রোতের টানে ডাঙ্গায় উঠতে না পেরে সেখানে জালে জড়িয়ে তিনি মারা যান। কিশোরগঞ্জ ॥ তাড়াইলে বাড়ির পাশের ধানক্ষেত থেকে কোহিনুর বেগম (৫০) নামে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাজলা খালপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের লোকজন ধানক্ষেতে কোহিনুর বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে
×