ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৫, ১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

বাল্যবিয়ে বন্ধের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ সেপ্টেম্বর ॥ বাল্যবিয়ে বন্ধ করি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের মাগুরা ঝিনাইদহ সড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি সেøাগান সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদফতর মানববন্ধনের আয়োজন করেন । মানববন্ধনে মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্রী, মহিলাসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী অংশ নেন। বিদ্যুতায়িত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাউনিয়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এসএম জিয়াউদ্দিন (৫০) মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাসায় বিদ্যুতায়িত হওয়ার পর তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, জিয়াউদ্দিন তার কাউনিয়া বিসিক সড়কের নিজ বাসায় বিদ্যুতের সংযোগ মেরামত করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হলে প্রতিবেশীরা তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। জিয়াউদ্দিনের গ্রামের বাড়ি মুলাদী উপজেলায়। দীর্ঘদিন থেকে তিনি নগরীর কাউনিয়া বিসিক সড়কের বাসায় স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা যৌথ অভিযানে সদর উপজেলার চন্দ্রমোহন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ভারতীয় শাড়িসহ বালুবাহী বাল্কহেডও জব্দ করা হয়। বরিশাল কোস্টগার্ডের ইপিআরএ মঞ্জুরুল ইসলাম বলেন, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা যৌথভাবে বালুবাহী বাল্কহেডে অভিযান পরিচালনার সময় কৌশলে বাল্কহেডে থাকা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ওই বাল্কহেডে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ সেপ্টেম্বর ॥ কালকিনি উপজেলার শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্তের ঘটনায় অসিম বৈষ্ণব নামের এক বখাটেকে জেল ও জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শশিকর এলাকার খিলগ্রামের নীলচাঁদ ঢালীর স্কুল পড়ুয়া মেয়ে ঝুমুর ঢালী তার বাড়ি থেকে স্কুল এবং প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথে-ঘাটে উত্ত্যক্ত করে আসছে কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামের অমল বৈষ্ণবের বখাটে ছেলে অসিম। এর জের ধরে শুক্রবার সকালে পুনরায় ওই বখাটে স্কুল গেটে এলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে থানা পুলিশের সহযোগিতায় ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ওই বখাটে যুবককে ৬ মাসের জেল ও ১০০০ টাকা জরিমানা প্রদান করেন। দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৩০ সেপ্টেম্বর ॥ নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুর্গাপুর পৌর শহরের দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। প্রেসক্লাব সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেনÑ এসএম রফিকুল ইসলাম, নিতাই সাহা, মাইকেল পি বাউল, রাখি দ্রং, জীবন রাংসা, নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার, এনসি সরকার, জামাল তালুকদার, মোঃ সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, এমএ রহমান, আ ফ ম শফিউল্লাহ, সুমল রায়, মাসুম বিল্লাহ্, পল্টন হাজং, বিজন কৃষ্ণ রায়, ওয়ালী হাসান প্রমুখ। আগুনে ৮ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ সেপ্টেম্বর ॥ কলাপাড়ার নোমরহাট বাজারে শুক্রবার ভোরে আগুন লেগে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। জানা গেছে, ফজরের নামাজের সময় আগুনের সূত্রপাত। প্রায় ঘণ্টাব্যাপী আগুনে রাসেল খানের ডেকোরেটর, রনি আকনের ফার্মেসি, জহিরুল মুন্সীর মুদি দোকান, আরিফ হোসেনের কম্পিউটার সামগ্রীর দোকান, সুমন শীলের সেলুন, রিয়াজ হাওলাদারের চায়ের দোকান, শহীদুল মুন্সীর চায়ের দোকান ও মোকলেস সন্যামতের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চার লাখ টাকার হেরোইন উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা রাজশাহীর বকচর সীমান্ত থেকে চার লাখ টাকা মূল্যের ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। তবে এই ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। শুক্রবার সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোস্টের একটি নিয়মিত টহলদল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এর মূল্য প্রায় চার লাখ টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা হেরোইন ফেলে পালিয়ে যায়। সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ এক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার নৌকাডুবিতে আবুল হাসান (২২) নিখোঁজ হয়েছে। নিখোঁজ হাসান গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মিছির আলীর ছেলে। নিখোঁজ হাসান নিজের ইঞ্জিনচালিত নৌকাযোগে ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজার থেকে রড বোঝাই নৌকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। ইঞ্জিনের ডিজেল স্বল্পতার কারণে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার থেকে ডিজেল সংগ্রহ করে নৌকায় ওঠেন। ইঞ্জিনের পাশে যাওয়ার সময় হঠাৎ রড বোঝাই নৌকা পানিতে ডুবে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী আজ নওগাঁয় আসছেন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি নওগাঁয় আসছেন শনিবার। বেলা সাড়ে ১১টায় তিনি পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সঙ্গে সেখানে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গত বছরের ২৬ মার্চ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলায় প্রথম বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়। এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত মান্দায় ১৮ হাজার ৪৪৭ নারী-পুরুষ ও শিশু রোগী এবং বদলগাছীতে গত বছরের ১৬ আগস্ট বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়ে এক বছরে সেখানে মোট তিন হাজার ৮০১ নারী, পুরুষ ও শিশু রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে। রূপগঞ্জে ২ পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ভজুন হোসেন ও লিটন কসাই নামে দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দইল ইউনিয়নের ডহরগাঁও ও তারাব পৌরসভার দিঘীবরাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভজুন হোসেন ডহরগাঁও এলাকার আবুল হোসেন চাপরাশির ছেলে ও লিটন কসাই দিঘীবরাব এলাকার মামুন কসাইয়ের ছেলে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছে। মাদক বিক্রেতা গ্রেফতার বিক্রেতা রূপগঞ্জে দেলোয়ার হোসেন খান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন খান তারাব হাটিপাড়া এলাকার আকতার খানের ছেলে। পুলিশ জানায়, দেলোয়ার হোসেন খান তারাবসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে ইয়াবার বিক্রি করে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা ও ফেনসিডিলসহ দুই নারী আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর ও ডোমারে পৃথক অভিযান পুলিশ ফেনসিডিল ও ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রমতে, বৃহস্পতিবার রাতে ডোমার থানা পুলিশ উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন মির্জাগঞ্জ কলেজপাড়া গ্রামে ১১ পিস ইয়াবা ও সাত বোতল ফেনসিডিলসহ আটক করে রওশন আরা বেগম মিনিকে। মিনি ওই গ্রামের মৃত নবার উদ্দিনের মেয়ে। অপর দিকে সৈয়দপুরে রাজশাহী থেকে নীলফামারী অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে একইদিন রাতে ১৪০ বোতল ফেনসিডিলসহ সুফিয়া বেগম ওরফে লাইলী নামের নারী মাদক বিক্রেতাকে আটক করে জিআরপি পুলিশ। আটক নারী দিনাজপুরের পাবর্তীপুরের সাহেবপাড়ার আব্দুল জব্বারের স্ত্রী। রংপুরে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ সেপ্টেম্বর ॥ রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে একই সঙ্গে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার মদনখালি ইউনিয়নের কোচ্চারপাড়া গ্রামের নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আদিবাসী মন্টু মুর্মুর স্ত্রী লক্ষ্মিলা মুর্মু (৫৫) এবং তার মেয়ে সেলিনা মুর্মু (২০)। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ভোর ৫টার দিকে বাড়ির ওঠানে কাজ করার সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩০ সেপ্টেম্বর ॥ কচুয়ায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে রহিমানগর ইউনিটি আইডিয়াল একাডেমি মাঠে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ১শ’ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল হক চিশতি, পরিচালক যোবায়ের আহমেদ, ইব্রাহীম ইকবাল ও অধ্যক্ষ নুরুল আলম মজুমদার প্রমুখ। বস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ অডিটরিয়ামে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম।
×