ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবা উদ্ধার ॥ ইউপি সদস্যসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৪:০৫, ১ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ১৩ হাজার  ইয়াবা উদ্ধার ॥ ইউপি সদস্যসহ  গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। অপরদিকে, লোহাগাড়া উপজেলার জনাবিরপাড়য় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার সকালে পৃথক অভিযানে এই চারজনকে গ্রেফতার করা হয়। সিএমপি সূত্রে জানানো হয়, চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে যাকে গ্রেফতার করা হয় তার নাম নুরুল আমিন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কলেজপাড়া এলাকায়। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার ভোরে তাকে মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে তল্লাশি করা হয়। এতে বেরিয়ে আসে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। লোহাগাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালিত অভিযানে গ্রেফতার হন লোহাগাড়া ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম। একই অভিযানে গ্রেফতার হন তার দুই সহযোগী নুরুল আমিন ও মামুন । গোয়েন্দা পুলিশ জানায়, ইউপি সদস্য কাশেমের বাড়ি থেকে উদ্ধার করা হয় ২ হাজার ইয়াবা ট্যাবলেট।
×