ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সৈয়দ হকের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত

প্রকাশিত: ০৪:০৫, ১ অক্টোবর ২০১৬

কুড়িগ্রামে সৈয়দ  হকের মাগফিরাত  কামনায় বিশেষ  মোনাজাত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে তার জন্মস্থান কুড়িগ্রামে শুক্রবার জুমার পর মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলা সরকারী কলেজের উদ্যোগে সৈয়দ হকের কবরের পাশে কলেজ মসজিদে বিশেষ মুনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লেখক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকসহ মিলাদে অংশ নেয়া মানুষজন তার কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মোঃ মোসলেম উদ্দিন। পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় শুক্রবার ভোরে পুলিশ কনস্টেবলের স্ত্রী শামীম আরার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। দেয়াল চাপায় তার মৃত্যু হয়েছে বলে স্বামীর দাবি (পুলিশের ভ্যানগাড়ি চালক) । পুলিশ জানায়, কনস্টেবল মুরাদ হোসেন ডিউটি শেষে ভোর ৪টার দিকে পুলিশভ্যান গাড়ি নিয়ে বাসায় যায়। এ সময় তার স্ত্রী গেট খুলে দিতে গেলে বাসার দেয়াল ভেঙ্গে শামীম আরার ওপরে পড়লে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে পরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুরাদ ময়নাতদন্ত ছাড়াই এ্যাম্বুল্যান্সে করে লাশ নিয়ে তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরের দিকে রওয়ানা দেয়। এ সময় নিহত শামীমার স্বজনদের অভিযোগে স্থানীয় জনতা লাশবাহী এ্যাম্বুলেন্সটি পথিমধ্যে শামীমার বাবার বাড়ি শ্যামনগর এলাকায় আটকে দেয়।
×