ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে চলাচলের অযোগ্য সড়ক ॥ দুর্ভোগে পথিক

প্রকাশিত: ০৪:০৪, ১ অক্টোবর ২০১৬

পঞ্চগড়ে চলাচলের  অযোগ্য সড়ক ॥ দুর্ভোগে পথিক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ এম আর কলেজ রোড খ্যাত পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রবেশ পথটির অবস্থা খুবই নাজুক অবস্থা। বর্তমানে পথটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাকা এই পথটির যেখানে সেখানে সিমেন্ট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশের ড্রেনের পঁচা গন্ধ আর বড় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই এই পথ দিয়ে চলাফেরা করছে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মানুষ। পৌরসভার পক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ এই সড়ক ও ড্রেন নির্মাণের কার্যক্রম হাতে নেয়া হলেও ঠিকাদারদের সদিচ্ছার অভাবে কাজ শুরু হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পঞ্চগড় পৌরসভা সূত্রে জানা গেছে, ঢাকা-পঞ্চগড় মহাসড়কের এল এসডি মোড় থেকে মকবুলার রহমান সরকারী কলেজ পর্যন্ত ২টি প্যাকেজে রাস্তা ও ড্রেনেজ সংস্কারের জন্য ২০১৫ সালের শেষ দিকে যথা নিয়মে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ১ম প্যাকেজে সাতশ’ পাঁচ মিটার ড্রেনের মধ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ৪০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে এল এসডি মোড় থেকে ২শ’ ২০ মিটার ড্রেনেজ নির্মাণের জন্য স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। কাজটি সম্পূর্ণ করার সময় বেঁধে দেয়া হয় ৬ মাস। কিন্তু সময় শেষ হলেও এখনও কাজ শেষ করতে পারেনি এই প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তার বক্তব্য ফান্ডে টাকা নেই তাই কাজ হচ্ছে না। তবে পৌরসভার সহকারী প্রকৌশলী প্রনব চন্দ্র দে বলেন, সময় শেষ হলেও ফান্ড না থাকায় কর্তৃপক্ষ সময় বাড়িয়ে দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। অন্যদিকে ২য় প্যাকেজে তৃতীয় নগর পরিচালনা ও কাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় বাকি চার শ’ ৮৫ মিটার ড্রেনেজ এবং ৬শ’ ৬০ মিটার রাস্তা নির্মাণের কাজ করার দায়িত্ব পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাসোসিয়েট বিল্ডার্স। এই প্রকল্পে রাস্তা নির্মাণ বাবদ ২১ লাখ ৯৫ হাজার টাকা এবং ড্রেন নির্মাণে ৯৬ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু কোন কাজই শুরু করেনি এ্যাসোসিয়েশন বিল্ডার্স। প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত স্থানীয় ঠিকাদার হাসনাত আহমেদ জানান, বর্ষার জন্য কাজ শুরু হয়নি। শীঘ্রই শুরু হবে।
×