ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছোটদের দেখা জানা আর লেখা

প্রকাশিত: ০৪:০২, ১ অক্টোবর ২০১৬

ছোটদের দেখা জানা আর লেখা

পটুয়াখালীসহ সমুদ্রঘেঁষা উপকূলজুড়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’। স্কুল শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, মেধার বিকাশ ও সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়াতে নেয়া হয়েছে এ ব্যতিক্রমী উদ্যোগ। দেয়াল পত্রিকা বেলাভূমিতে স্কুল শিক্ষার্থীদের কেউ লিখছে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর গল্প। কেউ লিখছে স্কুলে যাতায়াতে রাস্তার অবর্ণনীয় দুর্ভোগের কাহিনী। আবার কেউবা লিখেছে অল্প বয়সে বিয়ে হওয়া সহপাঠীর কান্নার গল্প। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, সবুজ বনবনানী, জলাবদ্ধতা, কৃষকের সমস্যা, জেলের সমস্যা, এমনকি জলবায়ু পরিবর্তনে প্রভাবের বিষয়গুলো উঠে আসছে উপকূলের পড়ুয়াদের লেখায়। সংবাদ, গল্প, কবিতা, ছড়া এমনকি হাতে আঁকা ছবিতেও প্রতিফলিত হচ্ছে শিক্ষার্থীদের ভাবনা। বেলাভূমিতে শিক্ষার্থীরাই লেখক-প্রতিবেদক এবং সম্পাদক। এসাইনমেন্ট নির্ধারণ, লেখা তৈরি, বাছাই আর সম্পাদনার কাজটাও ওদের হাতে। আবার ওরাই নকশাকার, ডিজাইনার। শুধু লেখা নয়, ওদের রং-রেখার আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে ‘বেলাভূমি’। পাচ্ছে নতুন মাত্রা। লেখার ফাঁকে ওদের কোমল হাতের আঁকা আলপনা, ফুল ও লতাপাতায় দেয়াল পত্রিকাকে আরও দৃষ্টিনন্দন করে তুলছে। উপকূলের পড়ুয়াদের দেয়াল পত্রিকার গল্পটা এমনই। তিন বছর আগে মেঘনাতীরের এক স্কুল থেকে শুরু দেয়াল পত্রিকা বেলাভূমির বিস্তৃতি এখন বিশাল এলাকা জুড়ে। উপকূলের বিপন্ন জনপদের অর্ধশত স্কুলে এখন এ দেয়াল পত্রিকা নিয়মিত বের হচ্ছে। বিভিন্ন দিবস ছাড়াও প্রকাশ পাচ্ছে স্থানীয় ইস্যুভিত্তিক সংখ্যা। পশ্চিম-উপকূলের সাতক্ষীরার শ্যামনগর থেকে শুরু করে পূর্ব-উপকূলের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ৭১০ কিলোমিটার তটরেখায় বেলাভূমির প্রসার ঘটছে ক্রমান্বয়ে। একটা সময়ে দেশের ছোট-বড় প্রায় সকল শহর বন্দর থেকে নিয়মিত প্রকাশিত হতো দেয়াল পত্রিকা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত দেয়াল পত্রিকার চর্চা হয়েছে। দেয়াল পত্রিকার মাধ্যমেই খ্যাতনামা অসংখ্য কবি সাহিত্যিকের প্রতিভার বিকাশ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আভিজাত্য প্রকাশ পেয়েছে দেয়াল পত্রিকায়। শিক্ষার্থীরা পেয়েছে বাইরের জগতের ছোঁয়া। কিন্তু কালক্রমে দেয়াল পত্রিকার এ ধারাটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখনকার তরুণরা জানতেই পারছে না দেয়াল পত্রিকার ইতিহাস-ঐতিহ্য। দেয়াল পত্রিকার এ ধারা তরুণদের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আবার সযতেœ ফিরিয়ে নিয়ে আসার জন্য নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। উপকূল সন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মন্টু ‘উপকূল বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ উদ্যোগ নিয়েছেন। ২০১৪ সালে ভোলা সদরের টবগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি প্রথম দেয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশ করেন। পরের বছর এর বিস্তৃতি করেন কয়েকটি জেলায়। বেলাভূমিতে লেখালেখির মাধ্যমে পড়ুয়ার চোখে প্রতিফলিত হচ্ছে উপকূল। ওদের দেখা বিষয়গুলো ওদের ভাষায় ওরা তুলে ধরছে বড়দের সামনে। সমুদ্র তীরবর্তী প্রান্তিক জনপদে নোনাজলে ল্যাপটানো সব সঙ্কটের ভাগীদার পড়ুয়ারা। নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার সংগ্রামের গল্পটা বোধহয় ওদের চেয়ে ভাল আর কেউ বলতে পারে না। কঠিন সংগ্রামে এগিয়ে যাওয়া পরিবারকে ওরা দেখে শিশুকাল থেকে। -শংকর লাল দাশ, গলাচিপা থেকে
×