ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণে হ-য-ব-র-ল অবস্থা

প্রকাশিত: ০৪:০০, ১ অক্টোবর ২০১৬

পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণে হ-য-ব-র-ল অবস্থা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে পেডেস্ট্রিয়ান ক্রসিং (পদব্রজে গমনের পথ) নির্মাণে হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হয়েছে। কাজে ধীরগতির কারণে তীব্র যানজটে অতীষ্ঠ হচ্ছে নগরবাসী। অপরিকল্পিতভাবে নিকটতম দূরত্বে রাস্তার ওপর এক থেকে দেড়ফুট উঁচু পেডেস্ট্রিয়ান ক্রসিং তৈরি করা হচ্ছে। চলাচলের উপযোগী রাস্তা ও ফুটপাথ না থাকায় এবং ভারি বর্ষণে হাঁটুর ওপর পানি জমে যাওয়া রাস্তায় পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণ করায় এই প্রকল্পের সুফল নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। আবার অনেকের ধারণা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করে এই প্রকল্প বাস্তবায়ন করায় অতিবর্ষণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। জানা গেছে, খুলনা মহানগরীতে বাস্তবায়নাধীন ‘নগর আঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজ অনেক বাকি রয়েছে। টাকাও হাতে আছে। মেয়াদ শেষের মধ্যে কাজ করতে না পারলে টাকা ফেরত যেতে পারে। যে কারণে তড়িঘড়ি করে নগরীর বিভিন্ন স্থানে পেডেস্ট্রিয়িান ক্রসিং, সড়ক ডিভাইডার তৈরি ও ফুটপাথের সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। অথচ অধিকাংশ রাস্তা ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থাও খুবই খারাপ। এগুলো ঠিক না করে পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দ্রুত শেষ করতে গিয়ে কাজের মান হচ্ছে খুবই নিম্ন। এসব তদারকিরও যথাযথ ব্যবস্থা নেই। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ক্রসিংয়ে ওপর থেকে টাইলস সরে যাচ্ছে। চলার পথে নগরবাসী বাস্তবায়নাধীন এসব প্রকল্পের কাজ দেখছেন এবং ক্ষোভ ও হতাশা ব্যক্ত করছেন। সূত্র জানায়, নগরীর ২৩টি স্থানে পথচারীদের পারাপারের জন্য পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে বয়রা, ফরাজী পাড়া, শান্তিধাম মোড়, হোটেল রয়্যালের দুই পাশের সড়ক, পিটিআই মোড়, কেডিএ এ্যাভিনিউ শিববাড়ি মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে রাস্তায় পেডিস্ট্রিয়ান ক্রসিং নির্মাণ করা হচ্ছে। যার দু’একটির কাজ সম্পন্ন হয়েছে। অন্যগুলোর ৫০ শতাংশ শেষ হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত বাকি ১৫টি পয়েন্টে এ ধরনের কাজ করা হবে। এদিকে এক সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের নির্মাণ কাজ চলমান থাকায় নগড় জুড়ে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার অর্ধেক বন্ধ করে কাজ করা হচ্ছে। যে অংশটুকু খোলা রাখা হচ্ছে সেখান থেকে যানবাহন ক্রসিংয়ে মারাত্মক সমস্যা হচ্ছে। দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিকটতম দূরত্বে বাস্তয়নাধীন প্রকল্প এলাকা ফরাজিপাড়া, শান্তিধাম মোড়, রয়্যাল মোড় প্রভৃতি স্থানে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। যার প্রভাব পড়ছে অন্যান্য সড়কে। নগরীরর শান্তিধাম মোড় এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সামন্য বৃষ্টি হলে খানজাহান আলী রোড এবং ওই রাস্তার সঙ্গে যুক্ত শামসুর রহমান রোডসহ বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে। ভারি বৃষ্টি হলে রাস্তা ছাপিয়ে পানি বিভিন্ন ভববনের নিচতলার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। রবি প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী গোলাম রব্বানী বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান নিচতলায়। বৃষ্টির পানি ওঠায় তিনি মেঝে উঁচু করেছেন। তিনি ছাড়াও আরও অনেকে মেঝে উঁচু এমন কি ঘরে যাতে পানি না ঢোকে সেজন্য পৃথক প্রাচীর তৈরি করেছেন। তিনি জানান, এতদিন বৃষ্টির পানি রাস্তা বেয়ে খাল থেকে পানি নামার মতো নিচু এলাকায় অপসারিত হতো। এখন পথচারীদের জন্য ঘন ঘন যেসব পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণ করা হচ্ছে তা বৃষ্টির পানি অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে তিনি আশঙ্কা করছেন। নাগরিক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান বলেন, অপরিকল্পিতভাবে পেডেস্ট্রিয়ান ক্রসিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের কোন মতামত নেয়া হয়নি। অতিবর্ষণে যেসব এলাকায় হাঁটুর ওপরে পানি জমে যায় সেখানে পেডেস্ট্রিয়ান ক্রসিং নির্মাণে আরও পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন ছিল। তা করা হয়নি। তড়িঘড়ি করে যেভাবে প্রকল্প বাস্তবয়ন করা হচ্ছে তাতে জনগণের সমস্যা নিরসন হবে না বলে তিনি মনে করেন।
×