ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হকারমুক্ত করা যাচ্ছে না ফুটপাথ

প্রকাশিত: ০৩:৫৯, ১ অক্টোবর ২০১৬

হকারমুক্ত করা যাচ্ছে না ফুটপাথ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কোন কোন ফুটপাথ হকার মুক্ত করা গেলেও গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থা হওয়ার আগে কোনমতেই ফুটপাথ ছাড়তে রাজি নয় এসব এলাকার হকাররা। অথচ ফুটপাথ ছাড়িয়ে রাস্তায় দোকান বসানোর কারণে যানজট আরও বাড়ছে। তবে সিটি কর্পোরেশন বলছে, পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘœ করতে ফুটপাথ থেকে সরতেই হবে হকারদের। রাজধানীর গুলিস্তান থেকে হকারদের সরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছে সিটি কর্পোরেশন। তবে কয়েকবারের উচ্ছেদ অভিযান, সংঘর্ষ, পুলিশের হুঙ্কার- এসব কিছুর মধ্যেই বহাল তবিয়তে ফুটপাথের দখল ধরে রেখেছে হকাররা। গুলিস্তানের মতো একই অবস্থা রাজধানীর নিউমার্কেট এলাকাতেও। যেখানে ফুটপাত দখলের কারণে রাস্তা ছোট হয়ে যানজট নিত্যদিনের বিষয়। তবে নাগরিক দুর্ভোগ ঘটলেও বিকল্প না থাকায় ফুটপাথ ছাড়তে ইচ্ছুক নয় হকাররা। এরমধ্যেই রাজধানীর নতুুন নতুন এলাকায় ফুটপাথ দখল করে পসরা সাজিয়ে বসছেন ভাসমান দোকানিরা। আর সুযোগ বুঝে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করে নিচ্ছে একটি চক্র। তবে হকারদের রুটি-রুজির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে, শেষ পর্যন্ত রাস্তা থেকে সরতেই হবে হকারদের। হকার সমিতিগুলোর হিসেবে, রাজধানীতে হকারের সংখ্যা প্রায় আড়াই লাখ। এরমধ্যে ফুটপাথে বসেন দেড় লাখ।
×