ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের চালু হচ্ছে হলিডে মার্কেট

প্রকাশিত: ০৩:৫৮, ১ অক্টোবর ২০১৬

ফের চালু হচ্ছে হলিডে মার্কেট

মশিউর রহমান খান ॥ রাজধানীতে নতুন করে হলিডে মার্কেট চালুর চিন্তা করছে সরকার। সপ্তাহে বন্ধের দিন হিসেবে শুক্র ও শনিবার মার্কেটগুলো অস্থায়ীভাবে জনসাধারণের জন্য খোলা থাকবে। এসব মার্কেট চালু হলে সপ্তাহে ২ দিন নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা-বিক্রেতাগণ অস্থায়ীভাবে ক্রয়-বিক্রয় করতে পারবেন। কাপড়, প্রসাধনী, জুতা, গৃহস্থালি ও নিত্য ব্যবহার্য সকল প্রকারের জিনিস অস্থায়ী এসব বাজার থেকে সুলভমূল্যে ক্রেতা কিনতে পারবেন। রাজধানীতে বসবাসকারী দেড় কোটির বেশি মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকার কোন্ কোন্ ফাঁকা ও নাগরিকদের আকৃষ্ট করবে এমন স্থান যেখানে হলিডে মার্কেট চালু করা যায় তা জানিয়ে তালিকা পাঠাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে চিঠি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত আগস্ট মাসের শেষের দিকে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। মূলত হকারদের ব্যবসাকে সুনির্দিষ্ট গ-ির মধ্যে আনতে ও সমাজের নি¤œমধ্যবিত্ত ও নি¤œবিত্তদের সুবিধার কথা বিবেচনা নিয়েই এসব মার্কেট পুনরায় চালুর চিন্তা করছে সরকার। এ চিঠির প্রেক্ষিতে নতুন করে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। চিঠিতে নাগরিকদের সুবিধার্থে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে গড়ে তোলা হলিডে মার্কেটের আদলে রাজধানীর কোন্ কোন্ এলাকায় এসব অস্থায়ী মার্কেট বসানো যায় তার তালিকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এসব অস্থায়ী মার্কেটের ক্রেতা-বিক্রেতাকে আকৃষ্ট করতে ও উৎসাহিত করতে এলাকাবাসীর সুবিধাজনক উপযুক্ত স্থানকে বিবেচনায় নিতেও বলা হয়েছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি প্রাপ্তির পর ডিএসসিসি সীমানায় উপযুক্ত স্থান নির্বাচনের জন্য সংস্থাটির সম্পত্তি বিভাগকে তালিকা ইৈরর জন্য দায়িত্ব দেয়া হয়েছে। সম্পত্তি শাখা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সম্পত্তি বিভাগের পক্ষ থেকে স্থান জরিপ করে ১৬টি স্থানও নির্ধারণ করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। এসব স্থান থেকেই উপযুক্ত বিবেচনায় প্রাথমিকভাবে কয়েকটি স্থানকে হলিডে মার্কেট হিসেবে নির্বাচিত করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, হকার পুনর্বাসনের অংশ হিসেবে ২০০৭ সালের জানুয়ারিতে হলিডে মার্কেট চালু করে ঢাকা সিটি কর্পোরেশন। এ প্রক্রিয়ায় প্রথমে পাঁচটি নির্দিষ্ট স্থানে ছুটির দিনে হকারদের বসার ব্যবস্থা করে দেয়া হয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে হলিডে মার্কেটের নিয়মকানুন অনেকটা শিথিল হয়ে পড়ে। এখন পুরো শহরেই আগের মতো যেখানে সেখানে ব্যবসা করছেন হকাররা। জানা যায়, হলিডে মার্কেটের জন্য যে ১৬টি স্থান নির্ধারণ করা হয়েছে Ñ গুলিস্তান এলাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউ লিংক রোড, শাহবাগ এলাকার শাহবাগ থানার উত্তর পাশের রাস্তার ফুটপাথের অংশ, দোয়েল চত্বরের পূর্বপাশে ফুটপাথের অংশ, নিউমার্কেটের পূর্বপাশের ফুটপাথ ও গাউছিয়া মার্কেটের পশ্চিমপাশের খালি জায়গা, মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের উত্তরপাশের খালি জায়গা, মতিঝিল সোনালী ব্যাংকের পশ্চিম-দক্ষিণে পরিত্যক্ত রাস্তা, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটপাথের অংশ, বায়তুল মোকাররম লিংক রোড, জিপিওর দক্ষিণ পাশের ফুটপাথের অংশ, খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠের পশ্চিমপাশের রাস্তার পরিত্যক্ত অংশ, আজিমপুর স্টাফ কোয়ার্টারের উত্তরপাশের ফুটপাথের অংশ, ইডেন কলেজের পশ্চিমপাশের সরকারী অফিসার্স স্টাফ কোয়ার্টারের পূর্বপাশের ফুটপাথের অংশ, সিমসন রোডের মাথা থেকে পশ্চিমদিকে ওয়াইজঘাট পর্যন্ত রাস্তার পরিত্যক্ত অংশ, যাত্রাবাড়ী মোড় পার্কের সামনের ফুটপাথ, ধলপুর সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের সামনে ও ১০ নং আউটফল স্টাফ কোয়ার্টার সংলগ্ন মানিকনগর রোডের দক্ষিণ পাশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরিপ অনুযায়ী, শুধু গুলিস্তান এলাকায়ই আড়াই হাজার হকার রয়েছে। পর্যায়ক্রমে নির্ধারণকৃত প্রতিটি এলাকায় ব্যবসারত হকারের সংখ্যা নির্ধারণ করা হবে। যার কাজ চলমান বলে জানা গেছে। প্রকৃতপক্ষে ক্রমেই সম্পূর্ণ ঢাকা শহর হকারের দখলে চলে যাওয়ায় নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। যত্রতত্র দোকান বসিয়ে হকাররা ব্যবসা পরিচালনা করায় রাস্তায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ট্রাফিক পুলিশকে সীমাহীন কষ্ট করতে হচ্ছে। তবে এ অবস্থা সৃষ্টির জন্য পুলিশ বিভাগের কিছু অসৎ কর্মকর্তা সংশ্লিষ্টতা বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বর্তমানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুরো ঢাকা শহরই হকার মার্কেটে পরিণত হয়েছে। মূলত নগরবাসীর ভোগান্তি কমাতেই নতুন করে ১৬টি স্থানে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে শুধু ছুটির দিনই ব্যবসা চালাতে পারবেন হকাররা। এসব মার্কেট থেকে নাগরিকগণও সুলভ মূল্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম এলাকায় ফুটপাথজুড়ে দোকান, তারপর রাস্তায়ও চৌকি পাতা। চৌকির পর আবার রাস্তার ওপরই স্থায়ী স্থাপনার কায়দায় শিকলে বাঁধা পণ্যবাহী ভ্যানের সারি। যা ট্রাফিক পুলিশরা দেখলেও কোন ব্যবস্থা নিতে আগ্রহী হয় না। ফুটপাথ দখল রোধ ও সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর অনেক স্থানে ফুটপাথ বরাবর ইস্পাতের মোটা বেড়া বা গার্ড রেলিংয়ের বেড়াগুলো এখন হকারদের পণ্যসামগ্রী ঝুলিয়ে রাখার কাজে ব্যবহার হচ্ছে। হকাররা এতদিন ফুটপাথ দখল করলেও বর্তমানে তারা রাস্তাও দখল করে নিয়েছে। ফলে রাস্তায় নির্বিঘেœ যানবাহন চলতে পারে না। সৃষ্টি হয় ভয়াবহ যানজট; যার প্রভাব পরে সরাসরি নগরবাসীর ওপর। জানা যায়, ১৯৯৭ সালে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ওসমানী উদ্যানে হকার পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেও উদ্যোগটি শেষ পর্যন্ত বেশিদূর এগোয়নি। প্রকৃত হকার সেখানে তেমন একটা স্থান পায়নি। জানা গেছে, গুলিস্তান ও বঙ্গবন্ধু এ্যাভিনিউ এলাকার সাতটি বিপণিবিতানে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হলেও বেশিরভাগ বিপণিবিতানে প্রকৃত হকাররা স্থান পাননি। তবে সম্মিলিত ফুটপাথ হকার্স পরিষদ দীর্ঘদিন যাবত ফুটপাথের হকারদের ওপর অবৈধ চাঁদাবাজি এবং দালাল, মস্তান ও পুলিশের দৌরাত্ম্য বন্ধ করা, হকারদের পুনর্বাসনে নীতিনির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছে। তাদের দীর্ঘদিনের দাবি কার্যকর করা হচ্ছে না। এসব হলিডে মার্কেট চালু করা হলে অনেক হকার শৃঙ্খলার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা উপসচিব খালিদ আহম্মেদ জনকণ্ঠকে বলেন, আমরা হকারদের শৃঙ্খলার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য ও নাগরিকদের সুবিধার্থে নতুন করে কোন্ কোন্ স্থালে হলিডে মার্কেট চালু করা যায় তার তালিকা তৈরি করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব হলিডে মার্কেট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা হলিডে মার্কেট চালু করা যায় ডিএসসিসি এলাকার মধ্যে এমন মোট ১৬ টি স্থান নির্বাচন করলেও প্রাথমিকভাবে ৫ টি মার্কেট চালুর পরিকল্পনা হাতে নিয়েছি। এ বিষয়ে তালিকা নিয়ে ডিএসসিসির মেয়রের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী হলিডে মার্কেট চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এসব মার্কেট সপ্তাহে ২ দিন শুক্র ও শনিবার অস্থায়ীভাবে চালু থাকবে। আর অন্যান্য দিন বন্ধ থাকবে।
×