ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৭, ১ অক্টোবর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুটকে বলা হয়- ক) টুপি খ) পাগড়ি গ) টোপর ঘ) চূড় ২২. হালখাতা অনুষ্ঠানে মিষ্টি মুখ করানো হতো কাদের? ক) প্রজাদের খ) মহাজনদের গ) দেনাদারদের ঘ) খরিদ্দারদের ২৩. “ওহে ভাগ্যবান জাল, তুমি অতি সত্বর পিতা হতে চলেছ।’’- এ উক্তিটি কার? ক) রাজা শামের খ) সাফেদ দেও-এর গ) দেবতার ঘ) সি মোরগের ২৪. বাংলাদেশে প্রাচীনকালের গ্রাম বাংলার যে মেলাগুলোর অনেক গুরুত্ব ছিল- র. বৈশাখী মেলা রর. নেকমরদের মেলা ররর. বার্ষিক মেলা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৫. শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কী? ক) দেবনন্দপুর খ) রাধানগর গ) কাঁঠালপাড়া ঘ) মেহেরপুর ২৬. ‘গৃহদাহ’ উপন্যাসটি কার লেখা? ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খ) মানিক বন্দ্যোপাধ্যায়ের গ) কাজী নজরুল ইসলামের ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ২৭. মানুষ কখন আড়ালে আড়ালে থাকে? ক) যখন সংশয়তাড়িত হয় খ) যখন একা থাকতে ভালো লাগে গ) যখন সুখের সময় আসে ঘ) যখন দুঃখ গ্রাস করে ২৮. ‘শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে? ক) প্রার্থী খ) মানবধর্ম গ) নারী ঘ) দুই বিঘা জমি ২৯. কিশোর কবি কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) লালন শাহ গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) সুকান্ত ভট্টাচার্য ৩০. ‘রিপভ্যান উইংকল’ গল্পটির মূল রচয়িতা কে? ক) লেভ তলস্তয় খ) উইলিয়াম শেক্সপিয়র গ) ওয়াশিংটন আরভিং ঘ) এডগার অ্যালান পো ৩১. রবিনসন দ্বীপোর মধ্যে রাত কাটানোর জন্য কী তৈরি করল? ক) ঘর খ) মাচা গ) বিছানা ঘ) তাঁবু ৩২. কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন? ক) জাগরণের খ) মৃত্যুর গ) হারিয়ে যাওয়ার ঘ) বিলীন হয়ে যাওয়ার ৩৩. কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার যে মহকুমায়- ক) আসানসোল খ) সিয়ারসোল গ) দরিরামপুর ঘ) লাভপুর ৩৪. ‘ডঙ্কা’ শব্দের অর্থ হলো- ক) ঢেলি খ) জয়ঢাক গ) বাজনা ঘ) গান ৩৫. ‘গুঞ্জন’ কী? ক) ভয়-লাজের বই খ) আনন্দ-বেদনার বই গ) গীত গানের বই ঘ) ছোটদের কবিতার বই ৩৬. “কাজেই তাকে হতাশ হয়ে ফিরতে হলো।” এখানে কার কথা বলা হয়েছে? ক) নাজিম খ) আলী কোজাই গ) বালক কাজি ঘ) নাজিমের স্ত্রী ৩৭. দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ- ক) মরবার মতো ঠাঁই খ) সপ্তপুরুষের বাস গ) মিথ্যা দেনার খত ঘ) বিলাস বেশ ধরায় ৩৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার পেশা ছিল- র. পৌরোহিত্য রর. লেখালেখি ররর. কথকতা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৯. কার বাড়ির বিচুলিগাদায় বাক্সটি লুকিয়ে রাখা হয়? ক) লেখকদের খ) নরহরির গ) বাদলদের ঘ) সিধুদের ৪০. আলী কোজাই বন্ধুর কাছে আমানত রাখা কলসিটি পূর্ণ করল- র. সোনার মোহর দ্বারা রর. পার মোহর দ্বারা ররর. জলপাই দ্বারা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৪১. ‘বৈসাবী’ উৎসবটি যে উৎসবগুলোর সমন্বয়ে গঠিত- র. বৈসুব রর. সাংগ্রাই ররর. বিজু নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা? ক) মুখ খ) স্বভাব গ) গতিবিধি ঘ) কর্মকান্ড ৪৩. ‘একেই কি বলে সভ্যতা’ মাইকেলের কী জাতীয় রচনা? ক) নাটক খ) কাব্যগ্রন্থ গ) প্রহসন ঘ) মহাকাব্য ৪৪. মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’- র. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয় রর. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে ররর. যখন মানুষকে পেছনে কিচু বলতে শোনে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪৫. ক্ষাত্রশক্তি না জাগলে কোন শক্তি কোনো কাজে লাগে না? ক) জ্ঞানশক্তি খ) কর্মশক্তি গ) দিব্যশক্তি ঘ) দিব্যশক্তি ৪৬. ‘ শ্লোকি’ শব্দের অর্থ কী? ক) মন্ত্র খ) গদ্য গ) কবিতাঙ্ক ঘ) গান ৪৭. কীসের পালঙ্কে শুয়ে শুয়ে রোস্তমের চোখে তন্দ্রার ভাব এসেছে? ক) সেগুন কাঠের খ) শাল কাঠের গ) হাতির দাতের ঘ) রেইট্রি কাঠ ৪৮. কবি সন্ধ্যার আকাশে কী উড়বে বলেছেন? ক) শালিক খ) সুদর্শন গ) শঙ্খচিল ঘ) পানকৌড়ি উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ‘মংড়ুর পথে’ বিপ্রদাশ বড়ুয়ার একটি অন্যতম রচনা। এই রচনায় লেখক মায়ানমারের মংড়ু শহরের মানুষের পোশাক, খাদ্যাভ্যাস, জীবন- জীবিকা এবং সেখানের সুদৃশ্য বৃক্ষরাজির বর্ণনা করেছেন। রচনাটির কথায় কথায় তিনি সাহিত্যিক শিল্পকুশলতারও স্বাক্ষর রেখেছেন। ৪৯. কী দেখে কানাইয়ের চোখ ঝলসায়? ক) ভ্রমণকাহিনী খ) স্মৃতি রোমন্থন গ) গল্প ঘ) রস রচনা ৫০. বুদ্ধদেব বসুর জন্মস্থান কোথায়? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (ক) ২১. (গ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×