ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এফডিসিতে সালমান শাহ উৎসব উদযাপন

প্রকাশিত: ০৩:৫৬, ১ অক্টোবর ২০১৬

এফডিসিতে সালমান  শাহ  উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ বড় তারকাদের অনেকেই আসেননি। শাকিব, মৌসুমীসহ তেমন কোন বড় তারকার দেখা মেলেনি এ আয়োজনে। তবে সালমান ভক্তদের ভিড় ছিল উপচেপড়া। সালমান শাহ’র ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিএফডিসির জসিম ফ্লোরে আয়োজন করা হয় সালমান শাহ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি ছিলেন নায়িকা অঞ্জনা, নির্মাতা মোহাম্মদ হোসেন জেমি, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, নায়ক সালমান বাংলা চলচ্চিত্রের নতুন একটি ধারা উপহার দিয়েছেন। তিনি এখনও অমর হয়ে আছেন তার ভক্তদের মাঝে। যুগ যুগ বেঁচে থাকবেন সালমান। এর পর এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান। মম, শাহরিয়াজ, কাজী শুভ, পাওয়ার ভয়েসের বেলীসহ বেশ ক’জন উঠতি তারকা হাজির হয়েছিলেন। তারা পারফর্মও করেছেন। এ অনুষ্ঠান থেকে এফডিসিতে সালমান শাহ’র নামে একটি ফ্লোরের নামকরণের দাবি জানান সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি।
×