ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শচীন দেব বর্মণের জন্মদিনে বিটিভির আয়োজন

প্রকাশিত: ০৩:৫৬, ১ অক্টোবর ২০১৬

শচীন দেব বর্মণের জন্মদিনে বিটিভির আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা গানের কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মণের ১১০তম জন্মবার্ষিকী আজ শনিবার। তিনি ১৯০৬ সালের এই দিনে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। প্রয়াত এ সঙ্গীতগুণীর জন্মদিনকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে আজ সকাল ১০-০৫ মিনিটে। ‘মালাখানি ছিল হাতে’ নামের এ অনুষ্ঠান পরিকল্পনা, গ্রন্থনা ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী সঞ্জয় রায়। যিনি শচীন দেব বর্মণের ১০০টি গান কণ্ঠে তুলেছেন। সঞ্জয় রায় জানান, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ আয়োজনে কথায় ও সুরে থাকব আমি ও শিল্পী সুজিত মোস্তফা। অনুষ্ঠানে থাকবে শচীন দেব বর্মণের জীবনী পাঠ, ছবি প্রদর্শন, তাঁর বিভিন্ন সাক্ষাতকার, একক ও সম্মেলক গান। অনুষ্ঠানে শচীন দেব বর্মণের সুর করা গান পরিবেশন করবেন দেশের বরেণ্য শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়, আশীষ কুমার সরকার, তানভীর আলম সবুজ, মোঃ আবু শামস্, বর্ণালী সরকার ও রিপন ম-ল। এছাড়া গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ও শচীন দেব বর্মণের সুরে ‘বাজেনা বাঁশি গো’ গানে সম্মেলক কণ্ঠ দিয়েছেনÑ সবমিতা, মিলা, লপিতা, শুভ, মিশু, শিখা প্রমুখ। সঞ্জয় রায় আরও বলেন, সুরস্রষ্টা শচীন দেব বর্মণ আমাদেরই কুমিল্লার মানুষ। তাঁর গাওয়া ১৩২টি বাংলা গান এখনও সমানভাবে জনপ্রিয়। উপমহাদেশের এত বড়মাপের একজন শিল্পীর গান আমাদের দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার করা উচিত। পাশাপাশি সরকারী উদ্যোগে কুমিল্লায় তার বাড়িতে পূর্ববাংলা লোকগানের আর্কাইভ করলে তার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে আমি মনে করি। শচীন দেব বর্মণের জন্মদিন উপলক্ষে আজ সকাল ৮টায় মোহনা টিভিতে একক সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান সঞ্জয় রায়। শচীন দেব বর্মণ যিনি শচীনকর্তা নামেই পরিচিত ছিলেন। শৈশবে মাটির সুরের গানের প্রতি অনুরাগ ও আকর্ষণ জেগেছিল তাঁর গানের গুরু বাড়ির দুই পরিচারক মাধব ও আনোয়ার কাছ থেকে। সঙ্গীতগুণী পিতা নবদ্বীপচন্দ্র দেব বর্মণের কাছেই তাঁর আনুষ্ঠানিক গান শেখার সূচনা হয়।
×