ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোতাহার হোসেন সুফীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৩:৫৬, ১ অক্টোবর ২০১৬

মোতাহার হোসেন সুফীর জন্মদিন  আজ

সংস্কৃতি ডেস্ক ॥ শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাসৈনিক মোতাহার হোসেন সুফীর জন্মদিন আজ। ১৯৩২ সালের আজকের দিনে তিনি রংপুর শহরের মুনশীপাড়ার আলিবাগ বাসভবনে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৮৫তম জন্মদিন। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে তিনি গবেষণামূলক নিবন্ধ রচনার মাধ্যমে সাহিত্যচর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি গবেষণামূলক সাহিত্যকর্মের মাধ্যমে অনুসন্ধিৎসু গবেষক ও বিদগ্ধ পাঠকের কাছে পরিচিত করেছেন বাংলার হাজার বছরের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী ভূমিকা ও অবদান। এ সম্পর্কে ২০০০ সালে প্রকাশিত তাঁর রচিত গ্রন্থের নাম ‘ইতিহাসের মহানায়ক জাতির জনক’। নারী জাগরণের অগ্রদূতী বেগম রোকেয়ার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তাঁর রচিত গ্রন্থ ‘বেগম রোকেয়া : জীবন ও সাহিত্য’ ১৯৮৬ সালে প্রকাশিত বাংলা একাডেমি কর্তৃক বাংলাদেশ ভূখ-ে পবিত্র কোরান শরীফের প্রথম মুসলিম অনুবাদক তসলিমুদ্দীন আহমদের জীবনীগ্রন্থ ১৯৯৩ সালে প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তাঁর রচিত গ্রন্থ ‘রঙ্গপুরের ইতিহাস’। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টি। তিনি সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে রংপুর কল্যাণ ট্রাস্ট কর্তৃক স্বর্ণপদক, ২০১৫ সালের ১০ মার্চ রংপুর ফাউন্ডেশন কর্তৃক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ সম্মাননা, ১৯৯৬ সালে ঢাকাস্থ স্টেশন টুয়ার্ডস ডেভেলপমেন্ট কর্তৃক রোকেয়া পদক, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পরিচালিত সাদ ও আলী আখন্দ সাহিত্য পুরস্কার ২০০০ লাভ করেছেন। তিনি ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পীগোষ্ঠী কর্তৃক ভাষাসৈনিক হিসেবে সংবর্ধিত। তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য।
×