ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রতিক সময়ে মঞ্চ নাটকের দর্শক সঙ্কটে করণীয় কী বলে মনে করেন?

প্রকাশিত: ০৩:৫৫, ১ অক্টোবর ২০১৬

সাম্প্রতিক সময়ে মঞ্চ নাটকের দর্শক সঙ্কটে করণীয় কী বলে মনে করেন?

জাহিদ রিপন : আমি মনে করি এটি একটি পরিবর্তিত প্রেক্ষাপট। আগের মতো বিজ্ঞাপন দিয়ে দর্শককে টানা অনেকটাই কঠিন। সে সময়টি আমরা আসলে পার করে এসেছি। এখন প্রযুক্তির যুগ। এখন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এখন বাজার অর্থনীতির জায়গা। আমি মনে করি, আমি যখন থিয়েটার করছি তখন কোন না কোনভাবে আমি বাজার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি। সুতরাং আমাকে সে বিষয়টি মাথায় নিয়েই কাজ করতে হবে। থিয়েটারটা আমার জন্য একটা মার্কেটিং। আমাদের থিয়েটারগুলো এ জায়গাটায় সচেতন হয়নি। অর্থাৎ নাটকের বিষয়ে প্রচারের জায়গাটাকে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য আমাদের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ যেমন এসএমএসের মাধ্যমেও প্রচার চালানো যেতে পারে। কারণ থিয়েটারের প্রতিদ্বন্দ্বী টেলিভিশন মিডিয়া ও ফেসবুক। এ অবস্থায় থিয়েটারে দর্শককে আনতে চাইলে আমাদের বিশেষ কর্মসূচী নিতে হবে। আমরা শুধু ওই বিজ্ঞাপনের ওপর নির্ভর করে বসে থাকি না। আমরা প্রতি শোতে দর্শকদের এসএমএস পাঠাই, ফেসবুকের মাধ্যমে ব্যাপক প্রচার চালাই, আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলি। অবশ্য এক্ষেত্রে সাংবাদিকদের ব্যাপক সমর্থন পাই। আমাদের প্রায় সব প্রদর্শনীতে মিলনায়তন দর্শক পূর্ণ থাকে। এ অবস্থায় আমার মনে হয়, গ্রুপ থিয়েটারের দর্শক আছে। তাদের ধরে রাখতে হবে। আর নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে। জাতীয় নাট্যদল গঠনের প্রয়োজনীয়তা কতটুকু, আপনিই বা কী মনে করেন? জাহিদ রিপন : আমি মনে করি এটা অবশ্যই করা উচিত। কারণ স্বাধীনতার পর শিল্প-সংস্কৃতির যে জায়গাটায় আমরা সবচেয়ে বেশি উত্তরণ লাভ করেছি সেটা নিঃসন্দেহে থিয়েটার। সে অনুযায়ী আমরা কিন্তু এ খাতে প্রত্যাশিত সহায়তা পাইনি। তার পরেও আমাদের দেশের বিভিন্ন দলের প্রযোজনাগুলো ভারত থেকে শুরু করে সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। আমার মতে, যদি ভাল প্রযোজনাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে তার ফল আমরা অবশ্যই পাব। কারণ সারাবিশ্বে আমাদের অবস্থানটা তৈরি করে ফেলেছি। নাটক নিয়ে যাওয়ার বা লেনদেনের বিষয়ে সরকার যদি জাতীয় দল তৈরি করে বা দলগুলোকে ভাল প্রযোজনা তৈরিতে সাবসিডি বা প্রণোদনা সহায়তা দেয় তাহলে আমরা আরও ভাল করব। সেক্ষেত্রে সরকারী পৃষ্ঠপোষকতা বা বড় কোম্পানিগুলো এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিতে পারে বলে আমি মনে করি। এটা হতে পারে জাতীয় টিমের ক্ষেত্রে। আরেকটা হলো বিভিন্ন দলকে সহায়তা করা। তাতেও আমাদের বাংলাদেশের থিয়েটারের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে বলে আমি মনে করি। জাতীয় দল বা ব্যক্তিগত দলকে যদি পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে থিয়েটারের উন্নয়ন হবে। এক্ষেত্রে আমি বলব যে, দর্শককে ভাল কিছু দেয়ার জন্য বা ভাল থিয়েটারের জন্য পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। Ñসাজু আহমেদ
×