ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালাল ৩৬টি স্বর্নের চেইনসহ বিপুল বিদেশী পন্যসহ যাত্রী আটক

প্রকাশিত: ০১:২০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

শাহজালাল ৩৬টি স্বর্নের চেইনসহ বিপুল বিদেশী পন্যসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল সেট ও সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় যাত্রী মো. চাঁন মিয়াকে আটক করা হয়েছে। আটককৃত চাঁন মিয়ার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যাত্রী চাঁন মিয়া এয়ার এশিয়া এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় জিজ্ঞাসাবাদ ও ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ গ্রাম ওজনের ৩৬টি স্বর্নের চেইন ও তিনটি আংটি জব্দ করা হয়। এছাড়া ব্যাগ তল্লাশি করে ঘোষণা ছাড়া নিয়ে আসা তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা, ৯টি স্মার্ট মোবাইল ফোন ও আট কার্টন সিগারেট (১ হাজার ৬শ’ শলাকা) জব্দ করা হয়। ড. মাঈনুল খান জানান, জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ড. মইনুল খান।
×