ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ আছে: দুদু

প্রকাশিত: ০১:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ আছে: দুদু

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ আছে মন্তব্য করে তাঁকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য আলোচনার উদ্যোগ গ্রহন করুন। এই আলোচনার বিষয়বস্তু হতে হবে, আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশন চাই। আর এ জন্য সাবেক বিচারপতি, শিক্ষক এবং পেশাজীবীদের মধ্যে থেকে যে কোন একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা যেতে পারে। এ জন্য দেশের সকল বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে হবে। তাই আর দেরী না করে বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে হবে। দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জন্য তা করতে হবে। আয়োজক সংগঠনের আহবায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. ওবাইদুর রহমান প্রমুখ।
×