ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সালমা সুলতানা দাফন আজ

প্রকাশিত: ০০:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

সালমা সুলতানা দাফন আজ

স্টাফ রিপোর্টার ॥ সত্তর ও আশির দশকের জনপ্রিয় নজরুলসঙ্গীতশিল্পী সালমা সুলতানাকে বনানী কবরস্থানে দাফন করা হবে আজ শুক্রবার। বাদ জুমা ঢাকার গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষ হয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিল্পী সালমা সুলতানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় ছয় মাস ধরেই তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গুণী এই সঙ্গীতশিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জেষ্ঠ্যশিল্পী থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেকেই প্রিয় এই শিল্পীকে নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গুণী এই শিল্পীর ছোট ভাই জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমন বলেন, আপা অনেক দিন ধরে রোগে কষ্ট পাচ্ছিলেন। ১৯৯৫ সালে আগে তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। সেই সমস্যাটি গত ছয় মাস ধরে জটিল আকার ধারণ করে। শেষ পর্যন্ত তো আপা আমাদের সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন। সালমা সুলতানার একমাত্র সন্তান কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, সালমা সুলতানা সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন।
×