ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটক জওয়ানকে ফেরাতে সব রকম চেষ্টা হচ্ছে: রাজনাথ

প্রকাশিত: ২৩:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আটক জওয়ানকে ফেরাতে সব রকম চেষ্টা হচ্ছে: রাজনাথ

অনলাইন ডেস্ক ॥ পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বুধবার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর সময়ে এক ভারতীয় জওয়ানকে আটক করে পাক সেনা। ৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের ওই জওয়ানের আটক হওয়ার কথা স্বীকার করে নেয় ভারতীয় সেনা। তবে তাদের দাবি, ওই জওয়ান ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন। ২২ বছরের ওই জওয়ানের নাম চান্দু বাবুলাল চহ্বাণ, বাড়ি মহারাষ্ট্রে। ভারতের ডিজিএমও জেনারেল রণবীর সিংহ বৃহস্পতিবারই হটলাইনে পাকিস্তানকে বিষয়টি জানিয়েছিলেন। সেনার বক্তব্য, অনিচ্ছাকৃত ভাবে নিয়ন্ত্রণরেখা পেরনোর ঘটনা দু’তরফেই নতুন কিছু নয়। কেউ এ ভাবে নিয়ন্ত্রণরেখা পেরোলে নির্দিষ্ট মেকানিজম মেনে তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের তরফে অবশ্য অনিচ্ছাকৃত নিয়ন্ত্রণরেখা পেরনোর বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তাদের দাবি, দু’টি সেক্টরে পাক সেনার গুলিতে ১৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সেই সময়েই পাক বাহিনীর হাতে আটক হয়েছে এক ভারতীয় জওয়ান। ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে পাক দাবিও উড়িয়ে দিয়েছে সেনা। ভারতের দাবি, সার্জিক্যাল স্ট্রাইকের পর জওয়ানেরা সকলেই নিরাপদে ফিরে এসেছেন। রাজনাথও জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভাবেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছেন বাবুলাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আটক জওয়ানকে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনতে সরকার সব রকম চেষ্টা করছে।” সুত্র : আনন্দবাজার পত্রিকা
×