ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ২৩:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের টানা ধর্মঘট ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। কন্টেইনার পরিবহনে ওজন স্কেল ৪২ টন পর্যন্ত নির্ধারণ করে দেয়ায় এ ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রাইম মুভার মালিক-চালক-কর্মচারী সমিতি। তবে এর বেশি ওজন বহন করলে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে আমদানিকারকদের। এ সিদ্ধান্তও মেনে নেয় তারা। এর আগে গতরাতে জেলা প্রশাসকের বাসভবনে বৈঠক করেন আন্দোলনকারীরা। এ সময় প্রাইম মুভার মালিক-চালক-কর্মচারী সমিতি তাদের বিভিন্ন সমস্যা ও দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। কিন্তু রাতের ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। গত সোমবার থেকে সাত দফা দাবিতে প্রাইম মুভার চলাচল বন্ধ রাখে সংগঠনটি। প্রাইম মুভার মালিক-চালক-কর্মচারী সমিতির ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দিয়েছিল তাও প্রত্যাহার করে নেয়া হয়।
×