ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবাহাদুরের মৃত্যু হয়েছে লিভারে পানি জমে

প্রকাশিত: ২৩:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

বঙ্গবাহাদুরের মৃত্যু হয়েছে লিভারে পানি জমে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ ভারত থেকে আসা আলোচিত হাতি ‘বঙ্গবাহাদুরের’ লিভারে (যকৃত) পানি জমার কারণে মারা গিয়েছিল বলে জানিয়েছেন উপপ্রধান বনসংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম চৌধুরী। সংসদীয় কমিটির কাছে এ কর্মকর্তা বলেছেন, হাতিকে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। লিভারে পানি জমে যাওয়ার কারণে হাতির মৃত্যু হয়েছে। ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা দেড় মাস ধরে আলোচনায় থাকা হাতিটির মৃত্যুর কারণ সিসেবে এর আগে হৃদরোগকে চিহ্নিত করে ছিলেন ময়না তদন্তকারী চিকিৎসকরা। অচেতন করে গত ১১ আগস্ট জামালপুরের হাতিটি বাগে আনার পাঁচ দিন পর মারা যায় বঙ্গবাহাদুর। এর দুই সপ্তাহ পর পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক হাতিটির মৃত্যুর কারণটি তুলে ধরেন। সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
×