ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেড়ায় মোটর সাইকেল চালিয়ে কলেজে যায় ছাত্রীরা

প্রকাশিত: ২১:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

বেড়ায় মোটর সাইকেল চালিয়ে কলেজে যায় ছাত্রীরা

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ মেয়েদের সাইকেল কিংবা মোটর সাইকেল চালানোর ঘটনা এ দেশে নতুন নয়। কিন্তু মফস্বলের স্কুল বা কলেজে হয়ত প্রথম। মেয়েদের এগিয়ে যাবার এমন ঘটনা চোখে পড়ে পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজে। অদম্য ইচ্ছে আর শিক্ষা অর্জনের প্রচেষ্টা এ কলেজের শিক্ষার্থী রাফিয়া আক্তার মিম ও বেবী নাজনীনদের মধ্যে প্রবল। সমাজের কুসংস্কার মাড়িয়ে তারা ১০/১৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিদিন মোটর সাইকেল চালিয়ে কলেজে আসে। গতকাল বৃহস্পতিবার কলেজ ছুটির পরে সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার পাশ দিয়ে মোটর সাইকেল চালিয়ে তারা বাড়িতে ফিরছে। একাদশ শ্রেণির ছাত্রী বেবী নাজনীন জানায়, ‘সে প্রতিদিন ১০ কিলোমিটার দূর থেকে মোটর সাইকেল চালিয়ে কলেজে যাতায়াত করে। এতে করে তার অনেক সময় বেঁচে যায়। আগে যখন গাড়িতে যাতায়াত করত, তখন সময়মত গাড়ী না পাওয়ার কারণে অনেক সময় ব্যয় হত ও পড়াশুনায় ব্যাঘাত ঘটতো। এখন সেই সমস্যা আর নেই। একাদশ শ্রেণীর আরেক ছাত্রী রাফিয়া আক্তার মিম। কলেজ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভাটিকয়া গ্রামে তার বাড়ি। কলেজে যাতায়াতের একমাত্র রাস্তাটিও জায়গায় জায়গায় ভাঙ্গা। তাই যানবাহনে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছিল। তাই তার বাবা তাকে মোটর সাইকেল কিনে দিয়েছে। মিম জানায়, ‘দেশ এগিয়ে যাচ্ছে; আমরা মেয়েরা কেন পিছিয়ে থাকবো? ছেলেরা যদি মোটর সাইকেল চালিয়ে যাতায়াত করতে পারে, তবে আমরা কেন পারব না।’ কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম খান বলেন, ‘প্রথম পর্যায়ে ব্যাপারটি দু’একজন সমালোচনার চোখে দেখলেও এখন সবকিছুই স্বাভাবিক। শিক্ষার্থীরাও এখন মোটর সাইকেলে যাতায়াত করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। ওদের দেখাদেখি আরও কিছু মেয়ে উৎসাহী হয়েছে।’
×