ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে দুর্বল ভাবা ঠিক হবে না ভারতের

প্রকাশিত: ১৮:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানকে দুর্বল ভাবা ঠিক হবে না ভারতের

অনলাইন ডেস্ক॥ নিয়ন্ত্রণরেখার ওপারে নিখুঁত শল্য অভিযান (সার্জিক্যাল স্ট্রাইক) চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার তরফে একথা জানানোর পরপরই এই অভিযানের নিন্দা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ় শরিফ বলেন, “এই হামলার নিন্দা করছি। আমাদের শান্তিকামী প্রচেষ্টাকে দুর্বলতা ভাবলে ভুল করবে ভারত। তবে, কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি বলেও দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। এদিকে, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের তরফে দাবি করা হয়েছে ভারত কাল পাকিস্তানের ভীমবেড়, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে। পালটা জবাব দিয়েছে পাকিস্তানি সেনা। গোলাগুলিতে মারা গেছেন পাকিস্তানের দুই সেনা জওয়ান। পাকিস্তানের সংবাদসংস্থা ডন সূত্রে খবর, ভারত যে জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেছে তা অস্বীকার করেছে পাকিস্তানি সেনা। বিরূপ প্রভাব তৈরি করতেই ভারত ইচ্ছাকৃতভাবে ভুল প্রচার করছে বলে দাবি করেছে তারা। পাকিস্তানি সেনার দাবি, নিয়ন্ত্রণরেখার দু’পারে গোলাগুলি চলার ঘটনাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে চালাতে চাইছে ভারত। আসলে এটা মিডিয়া হাইপ তোলার চেষ্টা। পাকিস্তানের মাটিতে ঢুকে কোনও সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটলে পাকিস্তানও চুপ থাকবে না। পালটা হামলা চালাবে তারা।
×