ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৮:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীবিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে জঙ্গীবিরোধী অভিযান চালানোর সময় আহত ও অংশ নেয়া পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সম্মাননা প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জঙ্গীবিরোধী সাহসী ভূমিকা পালনের জন্য ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিরপুর) এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ প্রধান বলেন, পুলিশ দক্ষতা, পেশাদারিত্ব এবং সর্বোপরি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জঙ্গীবিরোধী অভিযানের মতো ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেন। পুলিশের এ ধরনের সাহসী, পেশাদার ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলে জঙ্গীবিরোধী অভিযান সফল হচ্ছে। যা দেশে-বিদেশে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এদিকে র‌্যাব এক নারীসহ তিন জনকে ফকিরাপুল থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ইয়াবার পাইকারি ব্যবসায়ী।
×