ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আওয়ামী লীগ সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে সংসদে প্রকাশ্যে কথা বলে, সেই পাকিস্তানকে দাওয়াত দেয়ার প্রশ্নই আসে না। কেউ তাদের দাওয়াত করেনি, করবেও না। বৃহস্পতিবার দুপুরে ধানম-িতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে নাসিম সাংবাদিকদের বলেন, ‘সংবাদ মাধ্যমে দেখেছি- আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নাকি পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কে দাওয়াত দিয়েছে? আপনারা এই তথ্য কোথায় পেলেন? অনুমাননির্ভর সংবাদ ছাপানো ঠিক নয়।’ তিনি বলেন, সম্মেলনে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কাজ চলছে। বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা দাওয়াতপত্র গ্রহণ করে তাদের যোগদান নিশ্চিত করলে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে তাদের নাম জানাব। সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় এ্যাডভোকেট সাহারা খাতুন, মাহবুব-উল-আলম হানিফ, কর্নেল (অব) ফারুক খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিসিবি সভাপতি নাজমুল হাসান, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×